মানোয়ারা বিবি। নিজস্ব চিত্র।
বৌমাকে ফোন করে জ্বালাতন করছিলেন এক প্রতিবেশী। তারই প্রতিবাদ করায় শাশুড়িকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ওই প্রতিবেশী যুবক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। মৃতের নাম মানোয়ারা বিবি। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই বধূর স্বামী খায়রুল শেখ। তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। বীরভূমের মুরারই থানার দুলান্দি গ্রামে বুধবারের এই ঘটনায় চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। তবে অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুলান্দির ওই বধূকে ফোন করে উত্যক্ত করার অভিযোগ ছিল গ্রামেরই যুবক ইসমাইল শেখের বিরুদ্ধে। তারই প্রতিবাদ করতে বুধবার সকালে ইসমাইলের বাড়িতে গিয়েছিলেন মানোয়ারা এবং খাইরুল। অভিযোগ, সেই সময় মানোয়ারাকে রান্নার সরঞ্জাম দিয়ে বেধড়ক পেটানো হয়। খায়রুলকেও একই ভাবে মারধর করা হয় বলে অভিযোগ। অন্য প্রতিবেশীরা ওই দু’জনকে উদ্ধার করে প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতাল ও পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই মানোয়ারা বিবির মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খায়রুল।
এর পর মুরারই থানায় ইসমাইল-সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন খায়রুলের ভাই জাহাঙ্গির শেখ। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃতের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।