বিশ্বভারতীতে দশ দিনের কর্মশালা

‘সোশ্যাল সায়েন্সে’র গবেষণা-পদ্ধতি নিয়ে দশ দিনের একটি কর্মশালা হয়ে গেল বিশ্বভারতীতে। সম্প্রতি ‘সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ’ ও বিশ্বভারতীর বিনয়ভবনের যৌথ ভাবে কর্মশালাটি আয়োজন করে। আয়োজকদের পক্ষে শ্রীনিকেতনে অধিকর্তা সবুজকলি সেন জানান, রামকৃষ্ণ মিশন এবং বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপ্রিয়নন্দ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০২:৩৬
Share:

‘সোশ্যাল সায়েন্সে’র গবেষণা-পদ্ধতি নিয়ে দশ দিনের একটি কর্মশালা হয়ে গেল বিশ্বভারতীতে। সম্প্রতি ‘সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ’ ও বিশ্বভারতীর বিনয়ভবনের যৌথ ভাবে কর্মশালাটি আয়োজন করে। আয়োজকদের পক্ষে শ্রীনিকেতনে অধিকর্তা সবুজকলি সেন জানান, রামকৃষ্ণ মিশন এবং বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপ্রিয়নন্দ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন। ছিলেন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক এবং বিশেষজ্ঞেরাও। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই কর্মশালায় হাজির ছিলেন দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপিকা মীনাক্ষি থাপার, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে সি বশিষ্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনৎ ঘোষ প্রমুখ।

Advertisement

দুর্ঘটনায় মৃত তিন। দুর্ঘটনায় মৃত্যু হল বাবা-মা-ছেলের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের পাঁচুন্দি গ্রামে। মৃতদের নাম মধুসূদন ঘোষ (৪৮), রীতা ঘোষ (৪০) ও অরিজিৎ ঘোষ (১৯)। বাড়ি কেতুগ্রামের কোমরপুরে। মধুসূদনবাবু প্রাক্তন সেনাকর্মী। স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুর ১২টা নাগাদ মোটরবাইকে তাঁরা তিন জন উদ্ধারণপুরে ভাগীরথীর ঘাটে স্নান করে ফিরছিলেন। পাঁচুন্দির কাছে একটি ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পরে স্থানীয় বাসিন্দারা ডাম্পারের চালক ও খালাসিকে আটক করে কেতুগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement