এসআই জয়ন্তকুমার চক্রবর্তী। —নিজস্ব চিত্র।
পুরুলিয়া জেলা পুলিশের মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। সম্প্রতি পুরুলিয়া জেলা পুলিশে কর্মরত সাব-ইনস্পেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী ‘ভারতীয় পুলিশ পদক’ পাচ্ছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিপূর্বে ২০১৯ সালে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ‘মুখ্যমন্ত্রী প্রশংসা পদক’ পান। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উনি ভাল অফিসার, ভাল কাজ করেন।’’
নদিয়ার বাসিন্দা জয়ন্তর কর্মজীবন শুরু ১৯৯৫ সালে। কাজ করেছেন পুরুলিয়া মফস্সল, ঝালদা, জয়পুর, তুলিন ফাঁড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তে। মিশুকে স্বভাবের জয়ন্ত বর্তমানে পুরুলিয়া জেলা পুলিশের ওসি (স্পেশাল অপারেশন গ্রুপ) হিসেবে দায়িত্বপ্রাপ্ত। কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করা জয়ন্ত ২০০৩ সালে এএসআই পদে উন্নীত হন। ২০১৩ সালে উন্নীত হন এসআই পদে।
জেলা পুলিশ সূত্রের খবর, বেশ কয়েকটি বড় অপরাধের কিনারায় ভূমিকা রয়েছে তাঁর। ব্যক্তি হিসেবেও মানবিক ভূমিকায় দেখা গিয়েছে। রঘুনাথপুর এলাকার পিতৃহারা তিন কন্যা সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নেন।
ভারতীয় পুলিশ পদকের সম্মানের নির্বাচন কি তাঁকে আরও ভাল কাজে উৎসাহিত করবে? জয়ন্ত বলেন, ‘‘অবশ্যই। ওই সম্মান আমাকে আরও ভাল ভাবে পথ চলতে অনুপ্রেরণা জোগাবে। আমার পরিবার-পরিজন সবাই এই খবরে উজ্জীবিত।’’