সেই পথ। নিজস্ব চিত্র।
বাঁকুড়ার বিষ্ণুপুরের লালবাঁধ সংস্কার করেছে প্রশাসন। কিন্তু সন্ধ্যা নামলেই লালবাঁধের রাস্তা অন্ধকারে ঢেকে যেত। সে জন্য বিষ্ণুপুরে আসা পর্যটকেরা সমস্যায় পড়তেন। রাত-বিরেতে ওই পথে যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল বাসিন্দাদেরও। বিষ্ণুপুর মেলার আগে, মহকুমা প্রশাসন ও পুরসভার যৌথ উদ্যোগে লালবাঁধের রাস্তায় বসানো হল ২২টি বাতিস্তম্ভ। আরও কয়েকটি আলোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক (বিষ্ণুপুর) অনুপকুমার দত্ত। মহকুমাশাসক বলেন, “লালবাঁধের রাস্তা ও পোড়ামাটির হাটে এলইডি বাতিস্তম্ভ বসানোর প্রস্তাব নেওয়া হয়। বিষ্ণুপুর পুরসভা সেই কাজের দায়িত্ব নিয়েছে। আশা করি, পর্যটকদের আর অন্ধকার পথ নিয়ে সমস্যা থাকবে না।”
বিষ্ণুপুরের পুরপ্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “শহরের যে সব গুরুত্বপূর্ণ রাস্তায় আলো নেই, সেখানেই আমরা এলইডি বাতিস্তম্ভ বসাচ্ছি।’’ তবে শহরের অনেক জায়গায় বাতিস্তম্ভের পাশেই নতুন করে এলইডি আলোর বাতিস্তম্ভ বসানো হয়েছে। তাতে বিদ্যুতের অপচয় হচ্ছে বলে বাসিন্দাদের একাংশের অভিযোগ রয়েছে। এ নিয়ে পুরপ্রশাসকের বক্তব্য, ‘‘বিষয়টি আমাদের নজরে রয়েছে। এ নিয়ে আমরা পুরসভায় আলোচনা করব। তবে লালবাঁধ ও পোড়ামাটির হাটের রাস্তায় আলোর ব্যবস্থা করার বিশেষ প্রয়োজন ছিল।”