রাশিবিজ্ঞানে আগ্রহ বাড়াতে স্কুলে অনুষ্ঠান

এরপরে ওই ছাত্রী রীতিমতো অঙ্ক কষে বোঝায় কত দ্রুত ছড়িয়ে পড়ে গুজব। সেটা মুখে মুখেই হোক বা ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ১৩:০০
Share:

প্রতীকী ছবি

আলো, না গুজব? কার গতি বেশি?

Advertisement

সহপাঠীর দিকে প্রশ্নটা ছুঁড়ে ছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। উত্তর মিলেছিল ‘আলো’। সহপাঠীর কাছে এই উত্তর পেতেই সহাস্য ছাত্রীটি মন্তব্য, ‘আমার মতে গুজবের গতিই বেশি। ধর, একটা খবর আমাদের স্কুলের এক পড়ুয়ার কাছে আছে। সে ১০ মিনিটে তার তিন প্রিয় বন্ধুকে বলল। এভাবে গুনিতক পদ্ধতিতে স্কুলের ২২০০ ছাত্র-ছাত্রীর মধ্যে পৌঁছাতে সময় লাগবে ১ ঘন্টা ১০ মিনিটের কম। সময় যত গড়াবে খবরটি ছড়িয়ে পড়ার গতি গুনিতক হারে বাড়বে’।

এরপরে ওই ছাত্রী রীতিমতো অঙ্ক কষে বোঝায় কত দ্রুত ছড়িয়ে পড়ে গুজব। সেটা মুখে মুখেই হোক বা ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায়। এ সবই হল মঙ্গলবার ভারতে রাশিবিজ্ঞানের অন্যতম পথ প্রদর্শক প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্ম জয়ন্তী পালন উপলক্ষে দুবরাজপুরের চিনপাই স্কুলে। ইদের ছুটির কারণে জন্মদিন পেরিয়ে এ দিন ছিল অনুষ্ঠান।

Advertisement

শুধু তর্ক করার জন্য নয়, আলোচনাসভায় যোগদানকারী দুই ছাত্রী সুলগ্না চট্টোপাধ্যায় ও স্নেহা গড়াইদের একটি উপস্থাপনা গোড়ার কথোপকথন। এ দিনের আলোচনায় উঠে এল কে ছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। পরিসংখ্যান প্রয়োগে কী তাঁর অবদান। কী ভাবে ব্যবহারিক জীবনে গাণিতিক প্রয়োগ হতে পারে। বর্গমূল, ঘন মূলের মতো অঙ্ক কত সহজে করা সম্ভব। উঠে এল জোতির্বিজ্ঞানী বরাহ মিহিরের কথাও।

স্কুলের প্রধানশিক্ষক বিদ্যুৎ মজুমদার ও কম্পিউটার সায়েন্সের শিক্ষক কৌশিক সরকাররা জানান, পড়ুয়াদের মধ্যে কী ভাবে জনপ্রিয় করা যায় অঙ্ককে, কী ভাবে রাশি বিজ্ঞান আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগে, সেটা আকর্ষণীয়ভাবে পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। যেহেতু প্রশান্তচন্দ্র মহলানবিশ রয়েছেন, যিনি রাশিবিজ্ঞানের অন্যতম পথ প্রদর্শক, গণিতজ্ঞ, আবহাওয়াবিদ, নৃতত্ত্ববিদ, পদার্থবিদ। তাই ওঁর জন্মদিনটিতে এমন একটি অনুষ্ঠান পালন করা শুরু হয়েছে তিনবছর।

গত তিন বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। শিক্ষক ও পড়ুয়ারা কাছ থেকে জানা গেল, এই অনুষ্ঠানের প্রস্তুতি চলে প্রায় সারা বছর ধরে। কী ধরনের প্রসঙ্গ নিয়ে আলোচনা সভায় রাখা হবে শিক্ষকদের পরামর্শে, ইন্টারনেট ঘেঁটে আগেই তার খসড়া তৈরি করে উঁচু ক্লাসের পড়ুয়ারা। কীভাবে উপস্থাপিত হবে পুরো বিষয়টি ঠিক করা হয়। জুন মাসে স্কুল খোলার পরেই অনুশীলন চলে।

বীরভূমের পরিসংখ্যান দফতরের সহ-অধিকর্তা তথা বর্ধমানের ভারপ্রাপ্ত অধিকর্তা হেমন্ত সরকারও সাধুবাদ জানাচ্ছেন স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের এ হেন উদ্যোগকে। তিনি বলেন, ‘‘কেউ সংখ্যাতত্ত্ব বা পরিসংখ্যানের মতো বিষয় পড়তে চাইলে সেই আগ্রহ তৈরি হতে হবে। এই ধরণের অনুষ্ঠান পড়ুয়াদের মধ্যে সেই বীজ বপণ করবে।’’

উদ্ধার নাবালক। উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে দুই নাবালককে উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ জানায়, বছর আটেকের ওই দু’জনকে মঙ্গলবার সকালে নতুনহাটের লোচনদাস সেতুতে ঘুরতে দেখেন ঝিলু পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার সফি। তিনি বলেন, ‘‘ওই দু’জন কাঁদছিল। জিজ্ঞেস করে জানতে পারি, ওদের নাম শাহিদ আনসারি ও আলামত আনসারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement