পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পরে ক্ষতিপূরণ ও যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ হল সাঁতুড়িতে। শনিবার সন্ধ্যায় ওই দুর্ঘটনার পরে দেহ আটকে ঘণ্টা চারেক রঘুনাথপুর-বাঁকুড়া সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তবে অবরোধ তুলতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশকে। এমনকী এলাকায় দুর্ঘটনা রোধে তারা ব্যবস্থা নিচ্ছে না, এই মর্মে অভিযোগ তুলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভও হয়। দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাতের দিকে ওই রাস্তায় যানজট হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে রঘুনাথপুর-বাঁকুড়া রাস্তায় লেদাসন গ্রামের অদূরে। রঘুনাথপুর থেকে বাঁকুড়াগামী একটি ট্রাক পিষে দেয় মানিক কিস্কু (৩০) নামের এক যুবককে। সাঁতুড়ির বেনাগড়িয়া গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর মানিক কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনার পরেই দেহ আটকে ক্ষতিপূরণ ও যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে অবরোধ শুরু করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজন। তাঁদের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় কয়েকটি পথ দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ তা নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেয়নি। খবর পেয় ঘটনাস্থলে আসে সাঁতুড়ি থানার পুলিশ। তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। সেখানে আসেন জেলা পরিষদের স্থানীয় সদস্য বড়কারাম টুডু। অবরোধকারীদের সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণ দেওয়া ও যানবাহন নিয়ন্ত্রণের আশ্বাস পাওয়ার পরে অবরোধ ওঠে। পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।