Rampurhat

গুলিবিদ্ধ পাথর ব্যাবসায়ী, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে

আজ বৃহস্পতিবার দুপুরে বাইকে করে কর্মস্থলে যাওয়ার সময় সরসডাঙা গ্রামের কাছেই কয়েকজন দুষ্কৃতী তাঁকে গুলি করে বলে অভিযোগ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৮:৫৮
Share:

গুলিবিদ্ধ ব্যবসায়ী। —নিজস্ব চিত্র

ঝাড়খণ্ডে গুলিবিদ্ধ হলেন বীরভূমের পাথর ব্যাবসায়ী। রামপুরহাটের নিশ্চিন্তপুরের ওই ব্যবসায়ীর নাম মনোজ ভকত। ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানা এলাকায় সরসডাঙা গ্রামে পাথরের ব্যবসা করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে বাইকে করে কর্মস্থলে যাওয়ার সময় সরসডাঙা গ্রামের কাছেই কয়েকজন দুষ্কৃতী তাঁকে গুলি করে বলে অভিযোগ।

Advertisement

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মনোজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তাঁরা জানেন না। এ ভাবে ব্যবসায়ীকে দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে খুনের চেষ্টা করায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: কাল থেকে অফিস টাইমে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement