CPM

নির্বাচনের আগে দুর্নীতি অস্ত্রেই শান সিপিএমের

রবিবার রঘুনাথপুর ১ ব্লকের শাঁকা গ্রামের ফুটবল মাঠে খেতমজুর ইউনিয়নের দ্বিতীয় পুরুলিয়া জেলা সম্মেলন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথপুর শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ০৮:৪৫
Share:

বক্তব্য রাখছেন বাসুদেব আচারিয়া। মঞ্চে সুশান্ত ঘোষ, অমিয় পাত্র। নিজস্ব চিত্র ফাইল চিত্র।

লড়াইয়ের লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। তার প্রস্তুতিতে সর্বশক্তি দিয়ে সকলকে মাঠে নামতে হবে। খেতমজুর ইউনিয়নের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সেই বার্তাই দিলেন সিপিএম নেতৃত্ব।

Advertisement

রবিবার রঘুনাথপুর ১ ব্লকের শাঁকা গ্রামের ফুটবল মাঠে খেতমজুর ইউনিয়নের দ্বিতীয় পুরুলিয়া জেলা সম্মেলন হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য বাসুদেব আচারিয়া, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুশান্ত ঘোষ, খেতমজুর ইউনিয়নের পুরুলিয়ার সম্পাদক ত্রিদিব চৌধুরী,সভাপতি দীননাথ লোধা ও সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় প্রমুখ। মঞ্চ থেকে সুশান্তর বার্তা, ‘‘এইবার সময় এসেছে গ্রামে যারা চুরি করে সম্পদের পাহাড় গড়েছেন, পঞ্চায়েত নির্বাচনের পরে তাঁদের গলায় গামছা দিয়ে চুরির টাকা আদায় করা হবে। গরিব মানুষের টাকা বুঝিয়ে দিতে হবে। পালানোর কোনও রাস্তা পাবে না।”

মাওবাদী আমলের স্মৃতিও উস্কে দেন সুশান্ত। বলেন, ‘‘পুরুলিয়ায় রবীন্দ্রনাথ কর-সহ কত মানুষজনকে মাওবাদী দের হাতে শহিদ হতে হয়েছে। সেই মাওবাদীদের নেতা এই মুখ্যমন্ত্রীকেই রাজ্যের ক্ষমতায় দেখতে চেয়েছিলেন। তাই এখন সেই মাওবাদী নেতারা অনেকেই রাজ্যের শাসক দলের ব্লক, জেলা স্তরের নেতা হয়েছেন।’’ সুশান্তর আরও কটাক্ষ, ‘‘তৃণমূলে পদ থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভায় প্রার্থী হতে টাকা দিতে হয়। তাই নির্বাচনে জিতে দুর্নীতি করে তার অনেক গুন বেশি টাকা মজুত করেন তৃণমূলের নেতা ও পঞ্চায়েত সদস্যরা।” তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া অবশ্য পাল্টা বলেন, ‘‘৩৪ বছরে সিপিএমের সীমাহীন দুর্নীতির জবাব রাজ্যের মানুষ দিয়ে দিয়েছেন। আর পঞ্চায়েত নির্বাচনে টাকা নয় তৃণমূলের নিচুতলার কর্মীদের মতামতের ভিত্তিতেই প্রার্থী স্থির হয়। এটা মনে হয়ে সিপিএম নেতাদের জানা নেই।”

Advertisement

এ দিন সিপিএম নেতৃত্ব একযোগে আক্রমণের নিশানা করেছেন বিজেপি ও তৃণমূলের সরকারকে। একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার চুরি করেছে বলেই কেন্দ্র টাকা আটকে রেখেছে উল্লেখ করেও তাঁদের দাবি, টাকা আটকে রাখার কোনও অধিকার কেন্দ্রের নেই। অমিয়র আরও অভিযোগ, ‘‘রাজ্য সরকারের ভ্রান্ত নীতির জন্যই চাষিরা ফড়েদের কাছে ধান বিক্রিতে বাধ্য হচ্ছে।” আবাসেও তৃণমূলের সীমাহীন দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। সুশান্ত নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই সর্বশক্তি ঝাঁপানোর আহ্বান জানান সিপিএম নেতৃত্ব। অমিয়র হুঁশিয়ারি, ‘‘বাম প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া হলে প্রতি ইঞ্চিতে প্রতিরোধ হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement