Mamata Banerjee

প্রস্তুতি তুঙ্গে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে

দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ছোট-বড় মিলিয়ে কুড়ি হাজার পতাকা লাগানো হয়েছে শহর জুড়ে।

Advertisement

বাসুদেব ঘোষ

বোলপুর শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০১:৪২
Share:

রাস্তায় বাঁধা হচ্ছে ব্যারিকেড। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

অমিত শাহের সফরের ঠিক আট দিনের মাথায় বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাবিত সফর ঘিরে এখন সাজো সাজো রব জেলাজুড়ে। জেলা সফরে এসে বোলপুরে একটি প্রশাসনিক বৈঠক ও একটি রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর এই কর্মসূচি ঘিরে এখন চূড়ান্ত ব্যস্ততা প্রশাসনিক মহলে, পাশাপাশি জেলা তৃণমূলেও।

Advertisement

এক সপ্তাহ আগে বোলপুরে একটি রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তীব্র ভাষায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তিনি। এরপরেই ওই একই জায়গায় পাল্টা পদযাত্রার সিদ্ধান্ত নেয় তৃণমূল। আগামী ২৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন ওই একই রাস্তায়। তাই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কোনওরকম খামতি রাখতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল।

শুক্রবার সন্ধ্যা থেকেই বোলপুর শহরকে তৃণমূলের পতাকা, ফ্লেক্স দিয়ে মুড়ে ফেলা হয়েছে, মাইকেও প্রচার চলছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ছোট-বড় মিলিয়ে কুড়ি হাজার পতাকা লাগানো হয়েছে শহর জুড়ে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন প্রান্তে প্রায় কুড়িটি তোরণ বানানো হয়েছে। বোলপুর ডাকবাংলো থেকে চৌরাস্তা পর্যন্ত চারটি বেলুনের গেট করা হচ্ছে। তেরঙা জরি দিয়ে বোলপুর লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত সাজিয়ে তোলা হচ্ছে, পাশাপাশি রবীন্দ্র আবেগকে সামনে রেখে রবীন্দ্রসঙ্গীতের লাইন ও রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য কাটআউট বসানো হয়েছে রাস্তার দু’পাশে। এই রোড শো যাতে মানুষ সব জায়গা থেকে দেখতে পায় তার জন্য বোলপুর ডাকবাংলো থেকে চৌরাস্তা পর্যন্ত কুড়িটি জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। দু’দিনের সফরে এসে মুখ্যমন্ত্রীর রাঙাবিতানে থাকার কথা। সেই মতো ওই অতিথিশালাটিও নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। প্রসঙ্গত, গতবার প্রশাসনিক বৈঠক শেষ করে রাঙাবিতানে থাকার পাশাপাশি সেখানেই ব্যাডমিন্টন খেলেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও তা মাথায় রেখেই জেলা প্রশাসনের কর্তারা ব্যাডমিন্টনের মাঠ প্রস্তুত করে রাখছেন। সৌন্দর্যায়নের জন্য ব্যাডমিন্টন কোর্টের চতুর্দিকে রকমারি ফুলের গাছ বসানো হচ্ছে।

Advertisement

জেলা প্রশাসনের কর্তারা জানান, প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সোনাঝুরির হাটেও যেতে পারেন। সেইজন্য সোনাঝুরির হাটে বসার জায়গাগুলিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এই বিষয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ বলেন, “২৯ তারিখ প্রায় আড়াই লক্ষ লোকের সমাগম হবে। তারই এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement