Unnatural Death

ছাত্রী-মৃত্যুতে ‘ক্রিপ্টো’ যোগের দাবি

বিশ্বভারতীতে পড়তে আসা আবাসিক ছাত্রী অনামিকা সিংহের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ভুয়ো ‘ক্রিপ্টো কারেন্সি’ নিয়ে প্রতারণার যোগ আছে বলে দাবি করলেন বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। ওই ঘটনায় চার জন গ্রেফতার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

উত্তরপ্রদেশ থেকে বিশ্বভারতীতে পড়তে আসা আবাসিক ছাত্রী অনামিকা সিংহের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ভুয়ো ‘ক্রিপ্টো কারেন্সি’ নিয়ে প্রতারণার যোগ আছে বলে দাবি করলেন বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। ওই ঘটনায় চার জন গ্রেফতার হয়েছে।

Advertisement

শনিবার সন্ধ্যায় শান্তিনিকেতনে পুলিশ সুপার বলেন, “টেলিগ্রামের মাধ্যমে ভুয়ো ক্রিপ্টো কারেন্সিতে ২ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করেছিলেন ওই ছাত্রী। লগ্নির টাকা থেকে দু’বার লভ্যাংশও পেয়েছিলেন৷ কিন্তু, পরে তাঁকে আর টাকা দেওয়া হচ্ছিল না৷’’ সেই চাপ সহ্য করতে না-পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই ছাত্রী বলে দাবি।

পুলিশ সূত্রে খবর, শিক্ষক দিবসে বছর বাইশের অনামিকা আত্মঘাতী হন। পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, প্রতারণা চক্রের ফাঁদে পড়েছিলেন ওই ছাত্রী। নিজস্ব সংবাদদাতা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement