কন্যাশ্রী দিবসে প্রকল্পের আওতায় থাকা ছাত্রীদের দিয়ে গাছ লাগানোর সিদ্ধান্ত নিল বাঁকুড়া জেলা পরিষদ। শনিবার বেলিয়াতোড়ের রেঞ্জ অফিসে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের সঙ্গে বৈঠকে বসেন বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। সেই বৈঠকে মন্ত্রীর কাছে এ-বিষয়ে প্রস্তাব পেশ করা হলে তিনি জেলা পরিষদকে প্রয়োজনীয় চারা গাছ দেওয়ার নির্দেশ দিয়েছেন বন দফতরের আধিকারিকদের। জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী জানান, প্রত্যেক কন্যাশ্রী প্রাপক ছাত্রীকে স্কুলের মাধ্যমে একটি করে গাছের চারা দেওয়া হবে। এ দিনের বৈঠকে অরূপবাবু প্রত্যেক নবজাত কন্যার পরিবারকে জন্মের শংসাপত্রের পাশাপাশি মেহগনি বা সেগুনের মতো মূল্যবান গাছের চারা দেওয়ার প্রস্তাব দেন। তাঁর মতে, “কন্যার জন্মের সময় চারা লাগালে সে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় সেটি বড় হবে। তখন গাছ বিক্রি করে সেই টাকা মেয়ের ভবিষ্যত গঠনের কাজে ব্যবহার করতে পারবেন অভিভাবকেরা।’’ প্রশাসন সূত্রের খবর, মন্ত্রী এই প্রস্তাবটি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে বলেছেন। এ দিনের বৈঠকে মন্ত্রীর কাছে হাতি সমস্যা নিয়ে লিখিত ভাবে অভিযোগ জানান বাঁকুড়া জেলা পরিষদের সদস্যা মঙ্গলা মাজি।