প্রার্থী জানা নেই, ‘জোশ’ দেওয়ালেই

দাবি করছেন, প্রার্থীর নাম ঘোষণা হলেই, ময়দানে পুরো ‘জোশ’ নিয়ে তাঁরা নেমে পড়বেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

পুরুলিয়া ও রঘুনাথপুর শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০০:৫৩
Share:

প্রতীকী ছবি।

বিজেপি নেতৃত্বের দাবি, পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন শতাধিক। কিন্তু, এখনও বিজেপি পুরুলিয়া কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি। অথচ, অন্য দলগুলি ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে। তাই, আর হাত গুটিয়ে বসে থাকতে নারাজ বিজেপি কর্মীরা দেওয়াল লিখতে নেমে পড়েছেন। প্রার্থীর নাম ফাঁকা রেখে দলীয় প্রতীক পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পুরুলিয়া শহর থেকে গ্রামাঞ্চলে দেওয়াল লিখতে নেমে পড়েছেন তাঁরা। দাবি করছেন, প্রার্থীর নাম ঘোষণা হলেই, ময়দানে পুরো ‘জোশ’ নিয়ে তাঁরা নেমে পড়বেন।

Advertisement

জেলা বিজেপির এক নেতার কথায়, ‘‘প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়ে সভা পর্যন্ত শুরু করে দিয়েছে। তাই কর্মীরা তো বটেই, আমরাও আর অপেক্ষা করতে পারছি না। দল প্রার্থীর নাম জানালেই পুরোদমে প্রচারে নেমে পড়তে সবাই মুখিয়ে আছি।’’ মঙ্গলবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু পুরুলিয়ায় এসেছিলেন। তিনি বলেন, ‘‘আমাদের অনেক বড় দল। এতগুলো প্রদেশে আমাদের দল দেখতে হয়। তাই অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়। সে জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে সময় লাগছে।’’

পুরুলিয়ায় কার্যত খালি হাতে পঞ্চায়েত ভোটে নেমে সাফল্যের মুখ দেখেছে বিজেপি। তাই, এই কেন্দ্রকে পাখির চোখ করেছেন নেতৃত্ব। প্রার্থী হতে চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানাচ্ছেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তাঁর দাবি, গত লোকসভা ভোটে পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী হতে চেয়ে মেরেকেটে আট জন আবেদন করেছিলেন। এ বার, সেই সংখ্যাটা শতাধিক।’’ তিনি জানান, সেই তালিকায় পুরুলিয়া থেকে ভিন্‌ জেলার নেতারাও রয়েছেন। চিকিৎসক থেকে আইনজীবী, ব্যবসায়ী এমনকি কৃষকও রয়েছেন আবেদনকারীদের মধ্যে।

Advertisement

এই পরিস্থিততে বিজেপি এই কেন্দ্রের প্রার্থী কাকে করে, তা নিয়ে জেলায় তো বটেই, রাজ্যের রাজনৈতিক মহলেও চর্চা চলছে। বেশ কিছু নেতার নাম নিয়ে গুঞ্জন চলছে। তাঁদের মধ্যে যেমন রয়েছেন অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতার নাম, তেমনই পঞ্চায়েত নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়া পুরনো নেতাদের নামও ভাসছে।

অথচ, এরই মধ্যে তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর হয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়পুরে কর্মিসভা করেছেন। কয়েক সপ্তাহের মধ্যে তিনি আরও দু’টি সভা করতে আসার কথা জানিয়েছেন। এই পরিস্থিতি বহু বিজেপি কর্মী অস্থির হয়ে পড়েছেন। হুড়া, জয়পুর, ঝালদা, রঘুনাথপুর, পাড়ার বেশ কিছু বিজেপি কর্মী জানাচ্ছেন, প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় প্রচারে বেরিয়ে তাঁদের বিভিন্ন প্রশ্নে মুখে অস্বস্তিতে পড়তে হচ্ছে। রঘুনাথপুর ২ ব্লকের একটি মণ্ডলের সভাপতি অসীম চট্টোপাধ্যায় থেকে ঝালদা শহরের বিজেপি সভাপতি মৃণাল মুখোপাধ্যায়ও বলছেন, ‘‘দেওয়াল লিখনের পরে বাড়ি বাড়ি প্রচার শুরু হয়েছে। এই অবস্থায় সকলেই জানতে চাইছেন আমাদের প্রার্থী কে হচ্ছেন? প্রার্থীর নাম ঘোষণা হলে প্রচার আরও উচ্চগ্রামে

পৌঁছনো যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement