মানবাজার থানার ধানাড়া পঞ্চায়েতের শাসনগোড়া গ্রামে। নিজস্ব চিত্র
বেহাল পথ সংস্কারের দাবিতে বাঁশ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন বাসিন্দাদের একাংশ। বুধবার সকালে মানবাজার থানার ধানাড়া পঞ্চায়েতের শাসনগোড়া গ্রামের ঘটনা। পরে, পুলিশের আশ্বাসে দুপুরের দিকে অবরোধ ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাসনগোড়া গ্রামের রাস্তা ধরে জামদা গ্রামে যাওয়া যায়। মুকুটমণিপুর জলাধার লাগোয়া ওই গ্রামে ‘জাইকা’ প্রকল্পের কাজ চলছে। গ্রামের বাসিন্দা দ্বিজপদ মণ্ডল, সঠিক মোদকেরা বলেন, “গ্রামের মাটির রাস্তা এমনিতেই বেহাল ছিল। বর্ষায় অবস্থা আরও খারাপ হয়েছে। এক হাঁটু জল-কাদা ঠেলে যাতায়াত করা মুশকিল। মোটরবাইক বা সাইকেল নিয়ে যাতায়াত করা যায় না। মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।” এক বাসিন্দার অভিযোগ, “একে কাঁচা রাস্তা। তার উপরে ওই রাস্তা দিয়ে জল প্রকল্পের সামগ্রী নিয়ে ভারী ট্রাকের যাতায়াত লেগে রয়েছে। একেবারে ধার ঘেঁষে হেঁটে যাতায়াত করাও যাচ্ছে না। পঞ্চায়েত ও ব্লক অফিসে জানিয়েও সুরাহা হয়নি।”
মানবাজার ১ ব্লক প্রশাসনের এক আধিকারিকের আশ্বাস, ওই রাস্তাটির নির্মাণকাজ ‘জাইকা’ প্রকল্পের তালিকায় রয়েছে। বৃষ্টির জন্য কাজ পিছিয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব, কাজ শুরু হবে।