তারাপীঠ মন্দিরের বাইরে ভক্তদের ভিড়। নিজস্ব চিত্র।
রাজ্য সরকার সোমবার থেকে নয়া বিধিনিষেধ জারি করেছে। এই আবহে কোভিড বিধি শিকেয় তুলে তারাপীঠে পুজো দিতে ভিড় জমালেন ভক্তরা। মন্দিরের বাইরে এই দৃশ্য দেখা গেলেও ভিতরে অবশ্য মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
সোমবার সকালে খোলা ছিল তারাপীঠ মন্দির। সকাল থেকেই মন্দিরের সামনে দেখা যায় ভক্তদের দীর্ঘ লাইন। অপেক্ষমান ভক্তদের অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি। দূরত্ববিধি মানার ক্ষেত্রেও গাফিলতি নজরে এসেছে। সোমবার থেকে বন্ধ রাজ্যের সমস্ত বিনোদনমূলক পার্ক, চিড়িয়াখানা এবং পর্যটনকেন্দ্রগুলি। তবে সেই তালিকায় নেই মন্দির। সে কারণেই তারাপীঠ মন্দির খোলা বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
বাইরে ভক্তদের ভিড় যখন আক্ষরিক অর্থেই ‘বেসামাল’ তখন মন্দিরের ভিতরে করোনি বিধি পালিত হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘করোনা বিধি মেনেই মন্দির খোলা রয়েছে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শারীরিক দূরত্বও বজায় রাখা হচ্ছে। এই মুহূর্তে তারাপীঠ মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’