Bir Singh Mahato

ফরওয়ার্ড ব্লক নেতা  ও প্রাক্তন সাংসদ বীরসিংহ মাহাতো প্রয়াত

থম জীবনে পুরুলিয়ার তুন্তুরি হাইস্কুলের প্রধান শিক্ষক বীরসিংহ ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ০৩:০২
Share:

— ছবি সংগৃহীত

প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ তথা ফরওয়ার্ড ব্লক নেতা বীরসিংহ মাহাতো। তাঁর বয়স হয়েছিল ৭৬। সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে পুরুলিয়া জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার দুপুর ২টো ১৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী এবং তিন পুত্রকে।

Advertisement

চার বারের লোকসভা সাংসদ বীরসিংহ দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর প্রবীণ সদস্য ছিলেন। এ ছাড়া ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়ার জেলা কমিটির সভাপতিও ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সজনিত অসুস্থতা থাকলেও করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি তাঁর।

প্রথম জীবনে পুরুলিয়ার তুন্তুরি হাইস্কুলের প্রধান শিক্ষক বীরসিংহ ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন।

Advertisement

তাঁর মৃত্যুতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটি শোক জ্ঞাপন করে জানিয়েছে, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁর রাজনীতিতে যোগদান। তারপর থেকে আমৃত্যু বাম ও গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর মৃত্যুতে বাম ও গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল’।

প্রাক্তন সাংসদের স্মরণে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি নির্দেশ দিয়েছে এক সপ্তাহের জন্য শোক পালন করার এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখার।

রবিবার সকাল ৯টা পর্যন্ত পুরুলিয়ার জেলা পার্টি অফিসে নেতার মরদেহ শায়িত থাকবে। পরে দলীয় নেতৃত্ব এবং অন্যান্য রাজনৈতিক দলের শ্রদ্ধা জ্ঞাপনের পর পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সারিডি গ্রামে শেষকৃত্য হবে বীরসিংহের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement