ফাইল চিত্র।
তিন বছর আগে রামপুরহাট পুরসভা নির্বাচন। রামপুরহাট হাইস্কুলের একটি বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। চলতি বছরের নলহাটি পুরসভা নির্বাচন। নলহাটি হরিপ্রসাদ হাইস্কুলের ভোটকেন্দ্রে ইভিএম লুট হয়ে গেল। বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল।
উপরের দু’টি ঘটনার ক্ষেত্রেই প্রশ্ন উঠেছিল, বুথের ভিতরে কতগুলি বৈধ ভোট পড়ার পরে ছাপ্পা ভোট হয়েছিল? সেই উত্তর কখনও জানা যায়নি।
ভোট চলাকালীন বুথের ভিতরে ইভিএম যন্ত্রের ত্রুটি হোক বা লুট হোক বা গণনাকেন্দ্রে ইভিএম যন্ত্রে মোট প্রদত্ত ভোটে গরমিল। অথবা বুথের ভিতরে ভোট চুরি। এ সব ঘটনা রুখতে ভোট যাচাইকরণের যন্ত্র (ভিভি প্যাট) নিয়ে প্রথম পর্যায়ের পরীক্ষার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বীরভূমে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিউড়ি এবং বোলপুর মহকুমার জন্য সিউড়িতে প্রথম পর্যায়ের ‘চেকিং’ ১৮ ডিসেম্বর শুরু হবে। ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। রামপুরহাট মহকুমায় ২৬-২৮ ডিসেম্বর পর্যন্ত ওই ‘চেকিং’ হবে।
প্রশাসন সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে থাকবে এই ভিভি প্যাট (ভোটার-ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল)। ওই পরীক্ষার জন্য বীরভূম জেলায় ৩ হাজার ৯০০ ভিভি প্যাট বরাদ্দ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। জেলা প্রশাসন থেকে সমস্ত রাজনৈতিক দলকে প্রথম পর্যায়ের ‘চেকিং’-এর জন্য জানানো হয়েছে।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে জেলার অফিসার-ইন-চার্জ বুদ্ধদেব পান জানিয়েছেন, ভিভি প্যাট যন্ত্রের সাহায্যে কাকে ভোট দিচ্ছেন এবং কোন প্রতীকে ভোট দিচ্ছেন, সেটা কিছু সেকেন্ডের মতো ওই যন্ত্রে থাকা স্ক্রিনে দেখতে পাবেন ভোটারেরা। অর্থাৎ, ভোটার যাঁকে ভোট দিতে চান, তাঁর প্রতীকেই ভোট পড়ছে কিনা, সেটা তিনি যাচাই করে নিতে পারবেন। এবং পরবর্তীতেও যাচাই করার জন্য ওই যন্ত্রের মধ্যে থাকা কাগজ পরীক্ষা করা যাবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ভিভি প্যাট প্রথম ব্যবহার করা হয় গোয়ার শেষ বিধানসভা নির্বাচনে। ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলির তরফ থেকে নানা অভিযোগ পাওয়ার পরে নির্বাচন কমিশন ইভিএমের সঙ্গে এই ভিভি প্যাট নিয়ে আসে।
জেলা নির্বাচন দফতর জানিয়েছে, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ফার্স্ট লেভেল চেকিং (এফএলসি) বা প্রথম পর্যায়ের পরীক্ষা করে তবেই ভিভি প্যাট যন্ত্রগুলি ভোটকেন্দ্রে পাঠানো হবে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে যন্ত্রগুলি ভোটকেন্দ্রে পাঠানো হবে। এরই মধ্যে ভিভি প্যাটের এফএলসি নিয়ে জেলার তিন মহকুমা স্তরে ব্যস্ততা শুরু হয়েছে। প্রশাসন সূত্রের খবর, এফএলসি-র জন্য ১৩৫০ টি ভিভি প্যাট রামপুরহাট মহকুমা প্রশাসনিক ভবনে পৌঁছেছে।