অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল ছাতনা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে। বৃহস্পতিবারের ঘটনা। এ দিন সকালে অফিস খোলার ঘণ্টা খানেক আগে হঠাৎই দফতরের রেকর্ড রুমের পাশের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। প্রাথমিক ভাবে দমকল কর্তাদের অনুমান, একটি পুরনো সুইচ বোর্ডে শর্ট-সার্কিটের জন্যই ওই ঘরে আগুন লেগেছিল। যদিও এই ঘটনায় তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানাচ্ছেন বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) পার্থ ঘোষ। তিনি বলেন, “ওই রুমে মিউটেশন সংক্রান্ত কিছু পুরনো কাগজপত্র ছিল। সেগুলির কিছু পুড়ে গিয়েছে।’’