বড়জোড়ার জঙ্গলে আগুন

হিড়বাঁধের পর এ বার বড়জোড়া। শনিবার পুড়ল বড়জোড়ার রেঞ্জ অফিসের সংলগ্ন জঙ্গলের একাংশ। এ দিন দুপুর ১২টা নাগাদ জঙ্গলের শুকনো পাতায় আগুন জ্বলতে দেখেন বনকর্মীরা। দুর্গাপুর দমকল বিভাগে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বড়জোড়া শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০১:২৩
Share:

হিড়বাঁধের পর এ বার বড়জোড়া। শনিবার পুড়ল বড়জোড়ার রেঞ্জ অফিসের সংলগ্ন জঙ্গলের একাংশ। এ দিন দুপুর ১২টা নাগাদ জঙ্গলের শুকনো পাতায় আগুন জ্বলতে দেখেন বনকর্মীরা। দুর্গাপুর দমকল বিভাগে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়জোড়ার বিট অফিসার বিশ্বজিৎ মাল এ দিন সন্ধ্যায় জানান, এই ঘটনায় জঙ্গলের কতটা ক্ষতি হয়েছে তা এখনই নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। তবে বেশ কিছু ছোট চারা গাছ পুড়ে নষ্ট হয়েছে। তিনি বলেন, “দমকল দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি। না হলে আরও বড় ক্ষতি হতে পারত।” বস্তুত শীতের শেষ থেকেই জেলার জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লেগে যাওয়া অথবা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। জঙ্গলে আগুন লাগানো দণ্ডনীয় অপরাধ হলেও এই ঘটনায় যুক্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি বন দফতর। এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন দোষীদের গ্রেফতারের দাবি তুলছেন। বিট অফিসার বলেন, “আমরা নজরদারি চালাচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement