কোটশিলা রেঞ্জে। নিজস্ব চিত্র
কুড়ুলের কোপ থেকে রক্ষা করতে পুকুরপাড়ের দু’টি গাছের বিয়ে দিয়েছিলেন পুরুলিয়ার বেগুনকোদর গ্রামের বয়স্ক দম্পতি। সোমবার তাঁদের দিয়ে বৃক্ষরোপণ করিয়ে জঙ্গল রক্ষার বার্তা দিল পুরুলিয়া বন দফতরের কোটশিলা রেঞ্জ। এ দিন একটি অনুষ্ঠানে ওই দম্পতিকে সম্মানিত করা হয় বলেও জানানো হয়েছে।
বেগুনকোদর গ্রামের পুকুরের পাড়ে একটি অশ্বত্থ ও একটি বট গাছ রয়েছে। গত ফেব্রুয়ারিতে দু’টি গাছের বিয়ে দেন গ্রামের দম্পতি ফটিকচন্দ্র ও শেফালি দত্ত। ছিল ছাদনাতলা। এসেছিলেন পুরোহিত। বরযাত্রী ও কনেযাত্রীদের জন্য ভুরিভোজের আয়োজন ছিল।
এ দিন কোটশিলা রেঞ্জ অফিসে দাঁড়িয়ে পঁচাশি ছুঁই-ছুঁই ফটিকবাবু বলেন, ‘‘বহু দিন আগে গাছ দু’টি লাগিয়েছিলাম। এখন বেশ বড় হয়ে গিয়েছে। ভাবলাম, বিয়ে দিয়ে দিলে হয়তো কেউ আর কাটবে না।’’ শেফালিদেবী বলেন, ‘‘আমরা চাই, শুধু বন দফতর নয়, গাছ বাঁচাতে সবাই একসঙ্গে এগিয়ে আসুন।’’
এ দিন ওই দম্পতির সঙ্গে ছিলেন তাঁদের পরিজনেরাও। দম্পতির ছেলে দুই ছেলে হরেন দত্ত ও ধীরেন দত্তের কথায়, ‘‘বাবা-মা এখনও গাছপাগল। গাছ আমাদেরও ভাল লাগে।’’ ডিএফও (পুরুলিয়া) রামপ্রসাদ বাদানা বলেন, ‘‘ওই দম্পতি জঙ্গল রক্ষার ব্যাপারে ভাল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁদের কুর্নিশ জানাই। সবাই যদি এ ভাবে গাছ রক্ষা করতে এগিয়ে আসেন, তা হলে সব থেকে ভাল হয়।’’
আগামী বনবান্ধব উৎসবেও ওই দম্পতিকে ডাকা হবে বলে এ দিন জানিয়েছেন ডিএফও।