ফাইল চিত্র।
মহম্মদবাজারে ডেউচা-পাঁচামি কয়লাখনির প্রকল্পের জন্য জমিহারাদের মধ্যে প্রায় ৬০ জনকে পাট্টা বিলি করা হল। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে জেলাশাসকের দফতরে এই কর্মসূচি পালিত হয়।
এই প্রকল্পের জন্য যাঁরা জমি দিয়েছেন, তাঁদের মধ্যে ১১৪ জনকে আগেই পাট্টা দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সিউড়ির জেলাশাসক বিধান রায়ের দফতরে পাট্টা নিতে হাজির হন অন্তত জনা ষাটেক বাসিন্দা। জেলাশাসক বলেন, ‘‘আজ সিউড়ির দেওয়ানগঞ্জ, হরিণশিঙা তেঁতুলবাঁধ, কেন্দপাহাড়ি গ্রাম থেকে প্রায় দেড়শো জন পাট্টা নিতে এসেছিলেন। তাঁদেরকে আরও এক বার ডেউচা-পাঁচামি কয়লাখনির প্রকল্প এবং ক্ষতিপূরণের প্যাকেজ সম্পর্কে বোঝানো হয়েছে।’’
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই প্রকল্পে জমিদাতাদের পরিবারের এক জনকে সিনিয়র বা জুনিয়র কনস্টেবলের পদে চাকরি দেওয়া হবে। সে জন্য ৫,১০০ নতুন পদ তৈরি করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ এলাকায় আগেও জমিহারা পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র, পাট্টা ও চেক প্রদান করা হয়েছে।