নজর পঞ্চপীঠেও

বাইরের জগতের কাছে তারাপীঠ, বক্রেশ্বর পরিচিত নাম। কিন্তু, তার বাইরেও যে আরও তিনটি গুরুত্বপূর্ণ সতীপীঠ রয়েছে, তা বীরভূমের বাইরে অনেকেই জানেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০১:২৫
Share:

দিদির শরণে। মঙ্গলবার জয়দেবে তোলা নিজস্ব চিত্র।

বাইরের জগতের কাছে তারাপীঠ, বক্রেশ্বর পরিচিত নাম। কিন্তু, তার বাইরেও যে আরও তিনটি গুরুত্বপূর্ণ সতীপীঠ রয়েছে, তা বীরভূমের বাইরে অনেকেই জানেন না। তাই জেলার পাঁচটি সতীপীঠকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ পর্যটন পরিকল্পনা গড়ে তোলার দাবি ছিল দীর্ঘ দিনের। এমনটা হলে ওই পীঠগুলির উন্নয়নের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক ছবিটাও অনেকটা বদলে যাবে মনে করেন বাসিন্দারা। সেই দাবিকে স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের পর্যটন দফতরের কর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, বীরভূমের পঞ্চপীঠ দর্শনকে ঘিরে পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবে, শুধু পঞ্চপীঠই নয়, মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন গণপুরের জঙ্গল ও হিংলোর প্রাকৃতিক সৌন্দর্যকেও। ওই দুই কেন্দ্রকেও রাজ্যের পর্যটন মানচিত্রে কীভাবে আনা যায়, তা নিয়েও দফতরের কর্তাদের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement