সিন্দরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি

নাম বাদ প্রার্থীর, থানায় অভিযোগ

নিয়ম বহির্ভূত ভাবে সিপিএমের তিন প্রার্থীর নাম বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে শুক্রবার বরাবাজার থানা এবং এআরসিএস অফিসে লিখিত ভাবে অভিযোগ দায়ের হল। এই অভিযোগকে ঘিরে বরাবাজারের সিন্দরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনী জটিলতা আরও বাড়ল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বরাবাজার শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ০২:১৭
Share:

নিয়ম বহির্ভূত ভাবে সিপিএমের তিন প্রার্থীর নাম বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে শুক্রবার বরাবাজার থানা এবং এআরসিএস অফিসে লিখিত ভাবে অভিযোগ দায়ের হল। এই অভিযোগকে ঘিরে বরাবাজারের সিন্দরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনী জটিলতা আরও বাড়ল।

Advertisement

সিন্দরির এই সমবায়ের নির্বাচন নিয়ে ডিসেম্বর মাসের গোড়া থেকেই গোলমাল বেঁধেছিল। ২২ নভেম্বর মনোনয়ন জমা এবং ২২ ডিসেম্বর ওই সমিতির নির্বাচন ছিল। ৪ ডিসেম্বর স্ক্রুটিনির দিন তৃণমূল এবং সিপিএম সমর্থকদের মধ্যে ঝামেলা বাঁধে। বরাবাজারের বিডিও এবং বিশাল পুলিশ বাহিনী থেকেও স্ক্রুটিনির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়নি। ৪ জানুয়ারি ফের স্ক্রুটিনির কাজ শুরু হয়। সমিতির অফিস সূত্রে জানা গিয়েছে, জটিলতা বাড়তে থাকায় সমস্ত ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ চাওয়া হয়েছে।

সিপিএমের অভিযোগ ছিল, হেরে যাওয়ার ভয়ে তৃণমূল নেতা-কর্মীরা ঝামেলা পাকাচ্ছে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, সদস্যদের নামের তালিকায় মৃত এবং এলাকায় নেই এমন বহু লোকের নাম ঢোকানো হয়েছে। তাই নির্বাচন স্থগিত করা হোক।

Advertisement

বরাবাজারের লাকা গ্রামের বাসিন্দা সিপিএমের প্রার্থী লতিফ আনসারি ও অসিত মাহাতোদের অভিযোগ, ‘‘বুধবার স্ক্রুটিনির পর অফিসে প্রার্থীদের যে নামের তালিকা টাঙানো হয়েছিল, তাতে আমাদের নাম ছিল। কিন্তু বৃহস্পতিবার নাম প্রত্যাহারের দিন বিকেল খোঁজ নিতে গিয়ে দেখি, আমাদের দু’জন-সহ তিন সিপিএম প্রার্থীর নাম বাদ দিয়ে নতুন প্রার্থী তালিকা ঝোলানো হয়েছে। আমরা নাম প্রত্যাহার করিনি, তবু কী কারণে আমাদের নাম বাদ দেওয়া হল তার জবাব বরাবাজার ব্লকের সমবায় আধিকারিক দেননি। তাই তাঁর বিরুদ্ধে আমরা থানায় এবং জেলায় অভিযোগ জানিয়েছি।’’ তাঁদের অভিযোগ, অনৈতিক ভাবে তিন তৃণমূল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ ভাবে জেতানোর সুযোগ করে দেওয়া হয়েছে। চেষ্টা করেও বরাবাজার ব্লকের সমবায় আধিকারিক রাজকুমার পালের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বিডিও শৌভিক ভট্টাচার্য বলেন, ‘‘অভিযোগ হয়েছে বলে শুনেছি। এই নিয়ে ওই আধিকারিকের সঙ্গে কথা বলব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement