Coronavirus Lockdown

বাস চালানোর অনুমতি, তবু পথে নামায় সংশয়

সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে বাস চালানোর সিদ্ধান্তর বিষয়টি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ০৬:১৩
Share:

কীর্ণাহার বাসস্ট্যান্ডে। সোমবার। নিজস্ব চিত্র।

৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি, বেসরকারি বাসের চলাচলে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু, অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানো আদৌও সম্ভব হবে কি না সেই নিয়ে সংশয়ে বাস মালিকরা। তাঁদের মত, আগের ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানো মুশকিলের।

Advertisement

সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে বাস চালানোর সিদ্ধান্তর বিষয়টি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে। কিন্তু, পথে বাসের দেখা কতটা মিলবে সেই সংশয় থাকছে বাস মালিকদের বক্তব্যেই। বাস মালিকদের দাবি, যে হারে ডিজেলের দাম বেড়েছে, তাতে একই ভাড়াতে বাস চালানো সম্ভব নয়। গত দেড় বছর ধরে সমস্যায় আছেন বলেও জানিয়েছেন তাঁরা। লকডাউনের প্রথম দফায় দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ ছিল। এরপরে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানো শুরু হয়। মালিকদের দাবি, সেই সময় তাঁরা ক্রমাগত লোকসান করছেন। এক প্রকার নিজের পকেট থেকে টাকা দিয়েও বাস চালাতে হয়েছে বলে তাঁদের দাবি৷ কয়েক মাস আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। তার পরে আবার দ্বিতীয় ঢেউতে একই সমস্যা শুরু হয়।

বাস মালিকদের দাবি, আরও একটা বড় সমস্যা হল ডিজেলের দাম বৃদ্ধি। গত বছর যেখানে ডিজেলের দাম ৬৫ টাকা প্রতি লিটার ছিল, সেখানে এই বছর লিটার প্রতি ডিজেলের দাম প্রায় ৯০ টাকা। প্রায় ২৫ টাকা দাম বেড়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বেড়েছে। এই অবস্থায় বাসের ভাড়া বৃদ্ধি ছাড়া চালানো মুশকিল বলে মত মালিকদের।

Advertisement

জেলা বাস মালিক সমিতির সম্পাদক শুভাশিস মুখোপাধ্যায় বলছেন, ‘‘যা অবস্থা তাতে সত্যিই বাস চালানো সম্ভব নয়। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’’ একই সুর আরেকটি বাস মালিক সংগঠনের সম্পাদক আব্দুল আজিমের গলায়। তাঁর কথায়, ‘‘যে ভাবে ডিজেলের দাম বেড়েছে, তাতে খরচ পোষানো যাবে না। আমরা ইতিমধ্যেই প্রশাসনের কাছে সমস্যার কথা জানিয়েছি। তা ছাড়া আমাদের রাজ্য ব্যাপী সংগঠন রয়েছে। সকলের মত দেখে সিদ্ধান্ত হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement