কেব্ল কেটে ফের অচল হয়ে পড়ল বিএসএনএলের মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবা। বুধবার দুপুরের পর থেকে মানবাজার এলাকায় পরিষেবা পুরোপুরি বসে যায়। মানবাজার, পুঞ্চা, বরাবাজার, বোরো, বান্দোয়ান এলাকায় বিএসএনএল মোবাইলের সিগন্যাল চলে যায়। আচমকা সিগন্যাল চলে যাওয়ায় গ্রাহকদের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়। গ্রাহকদের ক্ষোভ, পরিষেবা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে বাঘমুণ্ডি এলাকার গ্রাহকেরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত এই এলাকায় বিএসএনএলের সিগন্যাল ছিল না। বিএসএনএলের জেলা টেলিকম দফতর সূত্রে জানানো হয়েছে, পুরুলিয়া ও মানবাজারের মধ্যে এবং কাশীপুর ও হুড়ার মধ্যে কেব্ল কেটে যাওয়ায় এই বিপত্তি হয়েছিল। তবে বৃহস্পতিবার পরিষেবা সচল হয়েছে। মাঝে মধ্যেই জেলার বিভিন্ন এলাকায় বিএসএনএলের পরিষেবায় বিঘ্ন ঘটায় ক্ষুব্ধ বাসিন্দারা।