শিয়রে মেলা, ব্যস্ত বোলপুর

তোড়জোড় চলছে জোরকদমে। মেলার মাঠে শুরু হয়েছে মাপামাপির কাজ। দোকান তৈরি করতে ভিড় জমছে ব্যবসায়ীদের। শান্তিনিকেতন জুড়ে এখন সাজো সাজো রব।

Advertisement

দেবস্মিতা চট্টোপাধ্যায়

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০১:৪৪
Share:

কর্মব্যস্ত: পৌষমেলার মাঠে তৈরি হচ্ছে কাঠামো। নিজস্ব চিত্র

শান্তিনিকেতনে পৌষমেলার কাউন্ট-ডাউন শুরু হলো। দীর্ঘ টানাপড়েনের পরে গত ১ নভেম্বর জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছিল, এ বার থেকে পৌষমেলা হবে ৬ দিনের। ৭ পৌষ থেকে ১২ পৌষ (২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর)। হাতে মাত্র কয়েক’টা দিন। তোড়জোড় চলছে জোরকদমে। মেলার মাঠে শুরু হয়েছে মাপামাপির কাজ। দোকান তৈরি করতে ভিড় জমছে ব্যবসায়ীদের। শান্তিনিকেতন জুড়ে এখন সাজো সাজো রব।

Advertisement

মেলার জন্য হোটেল, লজে বুকিং শুরু হয়েছিল অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। মেলার ১ কিলোমিটার দূরত্বের থাকা হোটেল ও লজের ঘরের চাহিদা তুঙ্গে।

তিন দিনের মেলা এ বছর ছ’দিনের হওয়ায় খুশি বোলপুর ও শান্তিনিকেতনের হোটেল ব্যবসায়ীরা। ফোনে ঘর ভাড়া নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করেছে অধিকাংশ লজ। কোনও পর্যটক ঘর ভাড়া নিতে চাইলে তাঁকে পাঠানো হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর সহ অন্য তথ্য। যত দিন থাকতে চান সেই মতো হিসেব কষে পুরো ভাড়া অগ্রিম দিতে হচ্ছে। পরিচয়পত্র হিসেবে দেখা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, তাঁদের হোটেল ও লজের প্রায় সব জায়গায়
বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মেলা চলাকালীন হোটেলে ঢোকা এবং বের হওয়ার জন্য খাতায় স্বাক্ষর করতে হবে।

Advertisement

তিন দিনের বদলে ৬ দিনের মেলা হওয়ায় অন্য রকম ব্যবস্থা নিয়েছেন বেশির ভাগ হোটেল ব্যবসায়ী। তাঁরা মেলাকে তিন দিন করে দু’টি ভাগে ভাগ করেছেন। ৭ পৌষ থেকে ৯ পৌষ এবং ১০-১২ পৌষ— এই দু’টি ভাগের মধ্যেই যে কোনও একটি বেছে নিতে হয়েছে পর্যটকদের। রাত পর্যন্ত মেলা চললেও পর্যটকদের রাত ১০টার মধ্যেই সংশ্লিষ্ট হোটেল বা লজে ফিরে আসতে আবেদন জানিয়েছেন তাঁরা।

অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ জানান, এ বার মেলা ছ’দিন, তাই পর্যটক বাড়বেই। পর্যটকদের নিরাপত্তা দিতে এবং অপ্রীতিকর পরিস্থিতি রুখতে প্রশাসন বিশেষ একটি দল তৈরি করেছে। মেলার জন্য শহরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও সিভিক পুলিশ মোতায়েন করা হবে। থাকবে অভিযোগ জানানোর স্টলও। মেলায় দায়িত্বে থাকা এনএসএস ও এনসিসি ক্যাডেটরা ১০ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের নাম, তার বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর লেখা পরিচয়পত্র দেওয়ার কাজ করবে।

মেলা কমিটির আহ্বায়ক গৌতম সাহা জানান, মেলার সময় যানজট এড়াতে ট্যুরিস্ট লজ, বিনয়ভবন, শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় থেকে কোনও যানবাহন ঢুকতে দেওয়া হবে না। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement