পুরুলিয়ায় বিজেপির ধর্মঘট বিরোধী মিছিল। —নিজস্ব চিত্র।
সোমবারের ধর্মঘটের সমর্থনে রবিবার পথে নামল বামফ্রন্ট। ধর্মঘটের বিরোধিতা করে পুরুলিয়া শহরে পাল্টা মিছিল করে বিজেপি। বিজেপির দাবি, নোট নিয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপে আমজনতা খুশি। অসুবিধের মধ্যেও তাঁরা সরকারের পাশে দাঁড়িয়েছেন। বামফ্রন্টের ধর্মঘটেই মানুষ বরং অসুবিধেয় পড়বেন। সে কারণেই ধর্মঘটের বিরোধিতা বলে ব্যাখ্যা বিজেপি নেতৃত্বের।
অন্য দিকে, কাশীপুর-সহ বিভিন্ন এলাকায় এ দিন পথে নামে বামফ্রন্টও। বাম নেতৃত্বের দাবি, আচমকা পাঁচশো-হাজার টাকার নোট বাতিল করে কেন্দ্রীয় সরকার দেশের অগণিত মানুষকে অসুবিধের মধ্যে ফেলে দিয়েছেন। তাই ধর্মঘট। তাতে সামিল হওয়ার আর্জিও রেখেছেন
বাম নেতারা।
ধর্মঘটের বিরোধিতায় এ দিন মানবাজারে পাল্টা মিছিল করে তৃণমূলও। মিছিল থেকে দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীদের জনজীবন স্বাভাবিক রাখার আর্জি জানানো হয়। প্রায় একই সময়ে পোদ্দার পাড়া এলাকায় ধর্মঘটের সমর্থনে সিপিএম মিছিল করে। রবিবার বিকেলে পুলিশ, প্রশাসনের পক্ষ থেকেও জনজীবন চালু রাখতে মাইকে প্রচার চালানো হয়।