পথে: প্রার্থীকে ছুরি মারার প্রতিবাদে পুরুলিয়া ২ ব্লকের ভাঙড়া মোড়ে অবরোধে বিজেপি কর্মীরা। নিজস্ব চিত্র
প্রথমবারের মনোনয়ন দেওয়ার পর থেকেই হুমকি আসছিল। কিন্তু দমে যাননি পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শেখ মোর্তাজা। সেই মনোনয়ন স্ক্রুটিনিতে বাতিল হওয়ায়, ফের সোমবার তিনি মনোনয়ন জমা দিয়ে আসেন। আর সে দিন সন্ধ্যায় নিজের বাড়ির কাছেই ছুরি মারা হল তাঁর পেটে।
ঝাড়খণ্ডের রাঁচী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন মোর্তাজার শারীরিক অবস্থার অবশ্য উন্নতি হয়নি। মঙ্গলবার তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা পেটে অস্ত্রোপচার করা হয়েছে। যদিও সঙ্কট কাটেনি। এ দিকে, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এ দিন পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়ক এবং পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের একাধিক জায়গায় অবরোধ করেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে পুলিশকে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পুরুলিয়া মফস্সল থানার হুটমুড়ায় মনোনয়ন জমা করে এসে স্নান সেরে নিজের বাড়ির অদূরে পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের ধারে এসে দাঁড়িয়ে পরিচিতজনদের সঙ্গে গল্প করছিলেন মোর্তাজা।
সেই সময়ই মোটরবাইকে চেপে কয়েকজন এসে দাঁড়ায়। কোনও কিছু নিয়ে তাঁদের মধ্যে বচসা বাধে। তখন জটলার মধ্যে থেকেই এক জন মোর্তাজার তলপেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় এই ব্যক্তি রাস্তাতেই লুটিয়ে পড়লে তাঁকে দ্রুত পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এ দিন গ্রামে গিয়ে দেখা যায়, বাসচালক মোর্তাজার বাড়িতে তালা। পড়শিরা ভিড় করেছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মোর্তাজা প্রথমে ওবিসি প্রার্থী হিসেবে বিজেপির হয়ে মনোনয়ন জমা করেন। কিন্তু ওবিসি শংসাপত্র জমা না করায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। মোর্তাজার ভাই শেখ ইয়াহক বলেন, ‘‘দাদা প্রথমে বিজেপির হয়ে মনোনয়ন জমা করতেই ওঁকে হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু ওবিসি সার্টিফিকেট না দেওয়ায় তাঁর সেই মনোনয়ন বাতিল হয়ে যায়। তারপরে হুমকি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ফের সুযোগ পেতেই সোমবার দাদা মনোনয়ন দেয়। তারপরেই এই কাণ্ড।’’
এলাকার কংগ্রেস নেতা শেখ হারাধন মোর্তাজার সম্পর্কিত ভাই হন। তিনি বর্তমানে রাঁচী মেডিক্যাল রয়েছেন। তিনি বলেন, ‘‘এ দিন সাড়ে তিন ঘণ্টা ধরে মোর্তাজার অস্ত্রোপচার হয়েছে। তারপরেও সঙ্কট কাটেনি। মুখ দিয়ে মাঝে মধ্যে রক্ত বেরিয়ে আসছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কিছু সময় না কাটলে বিপদ কেটেছে বলা যাবে না।’’
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের কাছে ন’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মোর্তাজার পরিবার। অভিযুক্তদের ধরার দাবিতে পুরুলিয়া শহরের গোশালা মোড়ে, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের গোলকুণ্ডা মোড়ে এবং পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের ভাঙড়া মোড়-সহ বিভিন্ন জায়গায় অবরোধ চলে। দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর অভিযোগ, ‘‘মোর্তাজাকে ছুরি মারায় অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।’’
যদিও এর সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে দিয়েছেন হুটমুড়ার বাসিন্দা তথা জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রহিম। তিনি বলেন, ‘‘এটা পারিবারিক ঘটনা। পুলিশের তদন্তেই তা স্পষ্ট হবে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।