হামলার অভিযোগ

সিপিএম প্রভাবিত আদিবাসী অধিকার রক্ষা মঞ্চের অবস্থান-বিক্ষোভে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাশীপুরের ব্লক অফিসের সামনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাশীপুর শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬
Share:

সিপিএম প্রভাবিত আদিবাসী অধিকার রক্ষা মঞ্চের অবস্থান-বিক্ষোভে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাশীপুরের ব্লক অফিসের সামনে। সংগঠনটির নেতা দেওয়ান হাঁসদার অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অবস্থানে বিনা প্ররোচনায় তৃণমূলের স্থানীয় বিধায়ক স্বপন বেলথরিয়ার নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে হামলা করে তৃণমূলের কর্মীরা। লাঠির আঘাতে কয়েক জন আহত হন। পুলিশ থাকলেও কিছু করেনি বলে দেওয়ানবাবুর দাবি। এ দিন স্বপনবাবুর ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে, কাশীপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। কারণ ওই সময়ে বিধায়ক সোনাথলীতে একটি নির্মীয়মাণ হস্টেলের কাজ পরিদর্শনে গিয়েছিলেন।” তাঁর পাল্টা দাবি, সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ব্লকের মূল গেট আটকে ওই সংগঠনের কর্মীরা অবস্থান করায় ভিতরে আটকে থাকা লোকজন বাইরে বেরোতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গেই সামান্য হাতাহাতি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement