যোগে জাতীয় স্বীকৃতি অমিতের

লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে যে সাফল্য মিলতে পারে, তা ফের প্রমাণ করল যোগাসনে পুরুলিয়ার খুদে প্রতিভা অমিত রাজোয়াড়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে ‘অল ইন্ডিয়া যোগ কালচার ফেডারেশন’ আয়োজিত ২৯তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়ানশিপে পুরুষ বিভাগে সে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস খেতাব অর্জন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৬
Share:

অমিত রাজোয়াড়।—নিজস্ব চিত্র

লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে যে সাফল্য মিলতে পারে, তা ফের প্রমাণ করল যোগাসনে পুরুলিয়ার খুদে প্রতিভা অমিত রাজোয়াড়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে ‘অল ইন্ডিয়া যোগ কালচার ফেডারেশন’ আয়োজিত ২৯তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়ানশিপে পুরুষ বিভাগে সে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস খেতাব অর্জন করেছে। গত অগস্টে এই প্রতিযোগিতার রাজ্য চ্যাম্পিয়নশিপেই নিজের বিভাগে (১০-১৫ বছর) নজর কেড়েছিল অমিত। নিজের বিভাগে রাজ্যস্তরের প্রতিযোগিতায় ভাল ফল করার সুবাদেই বাংলা দলের নির্বাচকদের নজরে পড়ে সে। তারপর থেকেই নিজেকে আরও নিবিড় অনুশীলনে ডুবিয়ে দিয়েছিল পুরুলিয়া জিলা স্কুলের সপ্তম শ্রেণির এই খুদে ছাত্র। শহরের নীলকুঠিডাঙা এলাকায় অমিতের বাড়ি। ছোটবেলা থেকেই যোগ ব্যায়ামের প্রতি তার টান। যখন তার বয়স পাঁচ বছর তখনই পরিতোষ মিত্র ও মুকুল চেল নামে দুই শিক্ষক কাছে তার যোগ ব্যায়ামের হাতেখড়ি।

Advertisement

দেশ সেরা হওয়ার পরে তার প্রতিক্রিয়া, ‘‘জাতীয় স্তরের প্রতিযোগিতা বলে আলাদা কোনও টেনশন ছিল না। স্যারেরা বলেছিলেন নিজের স্বাভাবিক পারফরম্যান্স করতে। সে ভাবেই আমি এই প্রতিযোগিতার জন্য তৈরি হয়েছিলাম। রীতিমতো প্রস্তুতি নিয়েই পাঁচটি আসন করেছি।’’ রাজ্যস্তরের প্রতিযোগিতায় অমিত প্রতিনিধিত্ব করেছিল মানভূম ক্রীড়া সংস্থার হয়ে। এই সংস্থার যোগাসনের দায়িত্বে থাকা তারকনাথ পালিত জানান, বাংলা দলে এই প্রতিযোগিতায় আটজন নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে অমিত সেরা পারফর্ম করেছে।’’ অমিতের ইচ্ছা— ‘‘পুরুলিয়ায় যোগ ব্যায়ামের পরিবেশ ও পরিকাঠামো গড়ে উঠুক। তাহলে আগামী প্রজন্ম যোগ ব্যায়ামে উৎসাহিত হহে। আমি যোগ ব্যায়াম নিয়েই থাকতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement