আহত ব্যবসায়ী। নিজস্ব চিত্র।
ব্যবসার জিনিসপত্র নিতে বাঁকুড়া শহরে এসে এক ব্যবসায়ী চাঁদা আদায়কারীদের হাতে আক্রান্ত হলেন বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বাঁকুড়ার ব্যবসায়ী মহলে। আহত ব্যবসায়ী প্রণব কুণ্ডু ইঁদপুরের ডুমুরতোড়ের বাসিন্দা। মুদির দোকান চালান তিনি। বাঁকুড়া জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট অভিযোগ পেলে, তদন্ত শুরু হবে।’’
আহত ব্যবসায়ী এ দিন কথা বলার মতো অবস্থায় ছিলেন না। তাঁর ভাই রাকেশ কুণ্ডু জানান, দোকানের সামগ্রী কিনতে গাড়ি নিয়ে বাঁকুড়া শহরের নতুনগঞ্জে এসেছিলেন তাঁরা। তাঁর অভিযোগ, “রাস্তায় এক দল যুবক দাদাকে ঘিরে ধরে কালীপুজোর জন্য দু’শো টাকা চাঁদা দাবি করতে থাকে। দাদা ৫০ টাকা দিতে রাজি হয়েছিলেন। কিন্তু ওরা তা মানেনি। উল্টে, উত্তেজিত হয়ে দাদাকে মারধর শুরু করে। হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। দাদার মুখে জোরে ঘুষি মারায় তিনি রক্তাক্ত হয়ে পড়েন। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসায় ওই চাঁদা আদায়কারীরা চম্পট দেয়।’’ তিনি জানান, ঘটনার পরে, বাঁকুড়া সদর থানার পুলিশকে প্রাথমিক ভাবে বিষয়টি জানানো হয়েছে। আহত প্রণববাবুকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পর্যন্ত সেখানে চিকিৎসা চলছে তাঁর। রাজেশের আক্ষেপ, ‘‘ব্যবসার জিনিসপত্র কিনতে বাঁকুড়া শহরে এসে এমন পরিস্থিতিতে পড়ব, কল্পনাও করিনি!’’ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীদের অনেকেও।