লিখিত আবেদনের পরামর্শ প্রশাসনের

হিলটপে ক্যান্টিন চালাতে চেয়ে দিনভর অবস্থান বিক্ষোভ করেছিলেন এলাকার বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা। শুক্রবারের সেই অবস্থানের সময়ে প্রশাসনের কোনও প্রতিনিধি তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঘমু্ণ্ডি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০০:৩৩
Share:

হিলটপে ক্যান্টিন চালাতে চেয়ে দিনভর অবস্থান বিক্ষোভ করেছিলেন এলাকার বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা। শুক্রবারের সেই অবস্থানের সময়ে প্রশাসনের কোনও প্রতিনিধি তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি। স্বনির্ভর মহিলা সঙ্ঘের তরফে দাবি করা হয়েছে, শনিবার তাঁদের সঙ্গে যোগাযোগ করে ক্যান্টিন পরিচালনার লিখিত প্রস্তাব জমা করতে বলেছে প্রশাসন।

Advertisement

অযোধ্যা পাহাড়ের হিলটপে স্বাস্থ্যকেন্দ্রের অদূরে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের একটি ঘরে ক্যান্টিন পরিচালনার দাবিতে আন্দোলনে নেমেছেন পাহাড়ের একাধিক স্বনির্ভর দলের সদস্যারা। শুক্রবার দিনভর ক্যান্টিনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ক্যান্টিনের মূল দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।

হিলটপে ওই ঘরে এত দিন স্থানীয় একটি সমবায় ক্যান্টিন চালাচ্ছিল। আন্দোলনরত দলগুলির দাবি, চলতি মাসে সমবায়ের হাত থেকে ক্যান্টিন পরিচালনার ভার ফিরিয়ে এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। কোনও এক জনকে না দিয়ে যাতে ক্যান্টিন পরিচালনার ভার স্বনির্ভর দলকে দেওয়া হয় সেই দাবি নিয়ে ব্লক অফিসে গেলে বিডিও তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

Advertisement

শুক্রবার দিনভর অবস্থানের পরেও প্রশাসন উচ্চবাচ্য না করায় শনিবার ফের তাঁরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ে প্রশাসনের এক প্রতিনিধি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন বলে আন্দোলনকারীদের একাংশ দাবি করেছেন। প্রশাসনের কাছে লিখিত ভাবে তাঁদের দাবি জানাবেন বলে স্বনির্ভর দলের সদস্যারা জানিয়েছেন।

বিডিও (বাঘমুণ্ডি) অভিষেক বিশ্বাস বলেন, ‘‘আমি আমার দফতরের এক প্রতিনিধিকে স্বনির্ভর দলের সদস্যাদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছি। এখনও উনি আমার কাছে রিপোর্ট দেননি। রিপোর্ট পেলে জেলা প্রশাসনের কাছে পাঠাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement