বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক স্বপন দত্তের বিরুদ্ধে এ বার সরব হল বিশ্বভারতীর অধ্যাপকদের অন্য একটি সংগঠন।
বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশান সংক্ষেপে ভিবিউফা নামে ওই সংগঠনের দাবি, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বেঁধে দেওয়া নিয়মের বাইরে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য। শুধু তাই নয়, স্বপনবাবুর বিরুদ্ধে বিশ্বভারতীর নিয়ম নীতি না মানা, পছন্দের লোকজনের জন্য সুপারিশ করা, তথ্য গোপন করা-সহ একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। ওই সংগঠনের পক্ষে সভাপতি ও সম্পাদক যথাক্রমে অধ্যাপক প্রণব কুমার বসু ও বিকাশ গুপ্ত জানান ‘‘স্বজনপোষন, ক্ষমতার অপব্যবহার, মন্ত্রকের নির্দেশ গোপন করা-সহ একাধিক অভিযোগ রয়েছে স্বপনবাবুর বিরুদ্ধে। শিল্প সদনের বিভাগীয় প্রধানকে পদে পুনর্বহাল করা, জরুরী কমিটিতে সংগঠনের পাশাপাশি বিভিন্ন ভবনের শিক্ষক শিক্ষিকা প্রতিনিধি রাখা, নিয়ম নীতির মধ্যে কাজ করা-সহ আট দফা দাবি পূরণে সোমবার স্বপনবাবুকে স্মারকলিপি দিয়েছি।’’ ওই সংগঠনের আরও দাবি, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নজরেও বিষয়গুলি আনা হয়েছে। এই মর্মে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকে। সোমবার স্বপনবাবুর সঙ্গে দেখা করে, তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ভিবিউফা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত বলেন, “দাবি পেয়েছি। সংশ্লিষ্ট সব স্তরের পরামর্শ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”