স্কুলে মোটরবাইক চায় না বিশ্বভারতী

পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের মোটরবাইক চালানো নিষিদ্ধ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০১:৪১
Share:

শান্তিনিকেতনে পথ নিরাপত্তা সচেতনতা অভিযান। নিজস্ব চিত্র।

পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের মোটরবাইক চালানো নিষিদ্ধ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Advertisement

অভিভাবকেরা যাতে পড়ুয়াদের হাতে বাইক না দেন, তার জন্য আর্জি জানালেন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত। বৃহস্পতিবার পথ নিরাপত্তা এবং পরিবেশ সচেতনতা অভিযান কর্মসূচিতে নামে পাঠভবনের উদ্যোগে পাঠভবনে। এ দিন সকালে পাঠভবন কর্তৃপক্ষ শতাধিক পড়ুয়াকে নিয়ে শান্তিনিকেতনের উপাসনা মন্দির থেকে আনন্দ পাঠশালা পর্যন্ত পদযাত্রা করে। সেই অনুষ্ঠানেই স্বপনবাবু বলেন, ‘‘পাঠভবন এবং শিক্ষাসত্রের পড়ুয়ারা বাইক চালাবে না। অভিভাবকদের কাছে আর্জি তাঁরা যেন, পড়ুয়াদের হাতে বাইক না তুলে দেন। মন্দিরের সামনে দিয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছি।”

হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞা?

Advertisement

ইদানিং পাঠভবন এবং শিক্ষাসত্রের বেশ কিছু পড়ুয়াকে বাইক ব্যবহার করতে দেখাগিয়েছে। আশ্রমের রাস্তায় বহিরাগতদের পাশাপাশি বিশ্বভারতী পরিবারের অনেকেও দেদার বাইক ব্যবহার করেন। আশ্রমের পরিবেশ অটুট রাখতে নানা উদ্যোগ নিচ্ছে বিশ্বভারতী। এ দিনও আশ্রমের মধ্যদিয়ে বাইক ও যানবাহন চলাচল না করা, পরিবেশ সচেতনতা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় আনন্দ পাঠশালা সামনের ওই অনুষ্ঠানে। পদযাত্রা ও পড়ুয়াদের এ দিনের ওই কর্মসূচিতে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অমিত হাজরা, পাঠভবনের অধ্যক্ষ বোধিরুপা সিংহ-সহ বহু শিক্ষক শিক্ষিকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement