এ ভাবেই ঘুরে বেড়াল বল্লভপুর অভয়ারণ্যের ময়ূর। শনিবার সীমান্তপল্লিতে তোলা নিজস্ব চিত্র।
বল্লভপুর অভয়ারণ্য থেকে বেরিয়ে প়ড়া একটি ময়ূরকে দেখা গেল শান্তিনিকেতনের সীমান্তপল্লি এলাকায়। শনিবারের সকালের ঘটনা।
এ দিন ঘটনার খবর জানাজানি হতেই, ওই ময়ূরটিকে দেখতে স্থানীয় মানুষ জড় হন এলাকায়। খবর পেয়ে বন দফতরের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে অবশ্য ময়ূরটি ওই এলাকা ছেড়ে উড়ে গিয়েছে। বোলপুরের রেঞ্জার নির্মল কুমার বৈদ্য বলেন, “অভয়ারণ্য এলাকায় প্রাপ্ত বয়স্ক ওই ময়ূরকে দেখা যাচ্ছে। খাওয়ারের সন্ধানে আশেপাশের এলাকায় সে ঘোরাফেরা করে। গোটা বিষয়টি আমাদের নজরে আছে। আমরা সতর্ক আছি, যাতে কেউ ওকে বিরক্ত না করে।”
বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার আচমকা ঝড়বৃষ্টিতে, বল্লভপুর অভয়ারণ্য থেকে ওই ময়ূরটি লাগোয়া সীমান্তপল্লি এলাকায় উড়ে আসে। সীমান্তপল্লির একাধিক বাড়ির ছাদে, লাগোয়া লন-এ ঘুরে বেড়ায়। সকালের পর থেকে স্থানীয় বাসাপাড়া স্কুলের ভূগোলের শিক্ষক প্রণব কুমার ঘোষ এবং প্রতিবেশী ব্রতীন সিংহদের বাড়ির আশপাশে দেখতে পাওয়া যায়। ঘটনার খবর জানাজানি হতেই, আশেপাশের লোকজন জড় হন ওই এলাকায়। কেউ কেউ ছবি তোলেন তাঁরা। লোকজনকে দেখে কখনও বাড়ির ছাদে আবার কখনও গাছের নিচু ডালে বসেছে ময়ূরটি।
প্রণববাবু জানান, ওই ময়ূরকে কেউ যাতে বিরক্ত না করে, এলাকায় মানুষদের বলা হয়েছে। বনদফতরকে ঘটনার কথা জানানো হয়েছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে অবশ্য বন দফতরের কর্মীরা ওই ময়ূরকে দেখতে পাননি। ততক্ষণে আশেপাশের এলাকায় উড়ে গিয়েছে ওই সে। অভয়ারণ্যের লাগোয়া এলাকার বাসিন্দারা জানান, খাবারের খোঁজে কখনও সখনও বেরিয়ে থাকে ওই ময়ূরটি। আশেপাশের এলাকায় ঘোরা ফেরা করতে বহুবার দেখা গিয়েছে তাকে।
বিশেষ করে ঝড় জলের পরে বেরিয়ে পড়ে।