মদ খেয়ে পুলিশকে মার

মদ্যপ অবস্থায় কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর করার অভিযোগে গ্রেফতার হলেন এক অবসরপ্রাপ্ত সেনা কর্মী। বুধবার রাতে বোলপুরের লায়েকবাজার এলাকার ঘটনা। বৃহস্পতিবার অনুপকুমার ভৌমিক নামে ওই ব্যক্তিকে ১৪ দিন জেল হাজতে পাঠিয়েছে বোলপুর আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০০:৩৭
Share:

মদ্যপ অবস্থায় কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর করার অভিযোগে গ্রেফতার হলেন এক অবসরপ্রাপ্ত সেনা কর্মী। বুধবার রাতে বোলপুরের লায়েকবাজার এলাকার ঘটনা। বৃহস্পতিবার অনুপকুমার ভৌমিক নামে ওই ব্যক্তিকে ১৪ দিন জেল হাজতে পাঠিয়েছে বোলপুর আদালত।

Advertisement

সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল এ দিন বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৮৬ (সরকারি কাজে বাধা), ৩৩৩ ও ৩৫৩ (সরকারি কর্মীকে হেনস্থা ও মারধর), ২৯০ ও ২২৪ (প্রকাশ্যে মদ্যপান)-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বোলপুরের ভারপ্রাপ্ত এসিজেএম সৌরভ নন্দী জামিনের আর্জি খারিজ করে ধৃতকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।’’

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘটনার রাতে বোলপুরের ১ নম্বর ওয়ার্ডের মকরমপুরের বাসিন্দা, অবসরপ্রাপ্ত স্থলসেনা বিভাগের কর্মী অনুপবাবু শহরের উপকণ্ঠে লায়েক বাজার এলাকায় মদ্যপ অবস্থায় ঘুরছিলেন। আচরণে অস্বাভাবিকতা দেখে টহলদার পুলিশ তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অনুপবাবু। নিজেকে প্রাক্তন সেনা কর্মী পরিচয় দিয়ে তিনি ওই পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে যান। পুলিশের দাবি, ওই সময়েই স্বপন সিংহ নামে এক এনভিএফ কর্মীকে মারধর করেন অনুপবাবু। মারধরে ওই এনভিএফ কর্মীর চশমা ভেঙে যায়, মুখেও চোট লাগে। অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থলে আসেন বোলপুর থানার এসআই রতন সেন। ফিরোজবাবু বলেন, ‘‘অনুপবাবুকে বিরত করতে গিয়ে হেনস্থার মুখে পড়েন ওই এসআই-ও। ধাক্কাধাক্কি করে তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে।’’ এর পরেই অনুপবাবুকে গ্রেফতার করে পুলিশ। অনুপবাবু অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement