truck

Coal Scam: বীরভূমে আবার পাচারের অভিযোগ! চার লরি কয়লা আটক করল দুবরাজপুর পুলিশ

বেআইনি ভাবে কয়লা পাচারের অভিযোগে চারটি লরি আটক করল দুবরাজপুর থানার পুলিশ। তবে চালক এবং খালাসিরা পলাতক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৬:৩০
Share:

কয়লাবোঝাই লরি আটক করল পুলিশ। নিজস্ব চিত্র।

বীরভূম জেলায় আবারও কয়লা পাচারের অভিযোগ। বেআইনি ভাবে কয়লা পাচারের অভিযোগে চারটি লরি আটক করল দুবরাজপুর থানার পুলিশ। যদিও ওই লরিগুলির চালক এবং খালাসিরা পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার মাঝরাতে দুবরাজপুর থানার গড়গড়া ঘাটের কাছে অভিযান চালায় পুলিশ। ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে আসা চারটি লরি আটকায় তারা। পুলিশ সূত্রে খবর, ওই লরিগুলিতে আনুমানিক ৮০ টন কয়লা রয়েছে। এবং অবৈধ ভাবে তা পাচার হচ্ছিল। দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে এই অভিযান হয়। তবে রাস্তায় পুলিশের গাড়ি দেখে লরি ফেলে চম্পট দেন চালক ও খালাসিরা।

উল্লেখ্য, কয়েক দিন আগে এই দুবরাজপুর থেকেই কয়লাবোঝাই গাড়ি আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ ছ’জনকে গ্রেফতার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement