Accident At Bankura

ঝোড়ো গতিতে বাইক চালানোর অভ্যাস, সেই গতিই হল কাল! দুই আকাশের প্রাণ গেল বাঁকুড়ায়

স্থানীয় বাসিন্দা তথা দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও দাবি, আকাশদের বাইকের গতি মাত্রাতিরিক্ত বেশি ছিল। তাই উল্টো দিক থেকে আসা লরিকে পাশ কাটাতে গিয়েও বাইকটি নিয়ন্ত্রণ করতে পারেননি যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৯:৫৫
Share:
bike accident

দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ। —নিজস্ব চিত্র।

জোরে বাইক চালিয়ে একাধিক বার পুলিশের বকুনি খেয়েছেন। কিন্তু সে কথা কানেই তোলেননি বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ২৫ বছরের যুবক আকাশ বাউড়ি। গতির নেশাই প্রাণ কাড়ল তাঁর। সঙ্গে মৃত্যু হল বন্ধুরও। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইকচালক আকাশ বাউড়ি এবং তাঁর বন্ধু আকাশ বাউড়ির।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় সমনামী দুই যুবক বাইক নিয়ে রাধানগর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিলেন। বাইকের গতি ছিল খুব বেশি। দ্বারিকা গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আকাশদের বাইকের। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় বাইকটি। দুই সওয়ারি ছিটকে পড়েন রাস্তায়। দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তখনই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর আহত যুবকও চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

স্থানীয় বাসিন্দা তথা দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও দাবি, আকাশদের বাইকের গতি মাত্রাতিরিক্ত বেশি ছিল। তাই উল্টো দিক থেকে আসা লরিকে পাশ কাটাতে গিয়েও বাইকটি নিয়ন্ত্রণ করতে পারেননি যুবক। অতিরিক্ত গতির কারনেই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে বলে দাবী স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, বাইকচালক আকাশ অতিরিক্ত গতিতে বাইক চালাতেই অভ্যস্ত। এ জন্য বেশ কয়েক বার তাঁকে রাস্তায় আটকে সতর্ক করা হয়। বিষয়টি ওই যুবকের পরিবারকেও জানানো হয়েছিল। পুলিশের আরও দাবি, ওই যুবক সতর্ক না হওয়ায় এ ভাবে গতির বলি হতে হল। সোমবার মৃত দুই আকাশের দেহের ময়নাতদন্ত হচ্ছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement