Durga Puja 2024

প্রতিবাদের শপথে অন্য ‘বোধন’

সামাজিক সংগঠন ‘মাস-এর ডাকে বুধবার ষষ্ঠীর সন্ধ্যায় মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন অঞ্চলে ‘তিলোত্তমার বোধন ও প্রতিবাদের উৎসব’ পালন করা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ০৪:৫১
Share:

নির্যাতিতার জন্য বিচার চেয়ে ‘অন্য বোধন’। মধ্যমগ্রামে। নিজস্ব চিত্র।

প্রতিবাদের আবহে এ বার অন্য রকম বোধন। দুর্গা প্রতিমার বদলে ‘বোধন’ হল আর জি কর-কাণ্ডে নির্যাতিতার প্রতীকী অবয়ব রেখে। সামাজিক সংগঠন ‘মাস-এর ডাকে বুধবার ষষ্ঠীর সন্ধ্যায় মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন অঞ্চলে ‘তিলোত্তমার বোধন ও প্রতিবাদের উৎসব’ পালন করা হল। নির্যাতিতার প্রতীকী অবয়ব রেখে দু’পাশে কলাগাছ, মঙ্গল ঘট দিয়ে ধুপ ও প্রদীপ জ্বালিয়ে শঙ্খ ধ্বনি, ঢাক-কাঁসি সহযোগে শপথ বাক্য পাঠ করা হল। অনুষ্ঠানে শামিল হয়েছিলেন বহু মানুষ। সংস্থার সম্পাদক অনির্বাণ চৌধুরীর বক্তব্য, ‘‘যত দিন প্রকৃত বিচারের মাধ্যমে নির্যাতিতার ক্ষেত্রে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তত দিন আন্দোলন চলবে এবং সংস্থার পক্ষ থেকে কোনও আনন্দ উৎসব আয়োজন করা হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement