Aam Admi Party

ট্রেনে দেরি, ক্ষোভ আপের

শনিবার বাগনান স্টেশনের বাইরে প্রতিবাদ কর্মসূচি নিল আম আদমি পার্টি (আপ)। দলের তরফে জানানো হয়েছে, হাওড়া, সাঁতরাগাছি, ডোমজুড়-সহ বেশ কয়েকটি স্টেশনে লাগাতার আন্দোলন করবে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৪ ০৯:১০
Share:

ট্রেন চলাচলে দেরি নিয়ে আপের প্রতিবাদ। —ফাইল চিত্র।

হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় দীর্ঘদিন ধরেই দেরিতে ট্রেন চলছে, এই অভিযোগে শনিবার বাগনান স্টেশনের বাইরে প্রতিবাদ কর্মসূচি নিল আম আদমি পার্টি (আপ)। দলের তরফে জানানো হয়েছে, হাওড়া, সাঁতরাগাছি, ডোমজুড়-সহ বেশ কয়েকটি স্টেশনে লাগাতার আন্দোলন করবে তারা।

Advertisement

ট্রেনে দেরির ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি হচ্ছে, সংযোগকারী ট্রেন ধরতেও সমস্যা হচ্ছে। আপের রাজ্যের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্রের অভিযোগ, “স্বপ্ন দেখানো হচ্ছে বুলেট ট্রেনের। অথচ, লোকাল ও এক্সপ্রেস ট্রেনের উপরে প্রচুর মানুষ নির্ভরশীল। প্রতিদিন দেরিতে ট্রেন চলায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।” এর আগে, যাত্রী-ক্ষোভের কথা জানিয়ে সংশ্লিষ্ট রেলকর্তার কাছে দাবিপত্রও দিয়েছিল আপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement