চকবাজারে জমায়েত। —নিজস্ব চিত্র।
পূর্ব ঘোষণা মতো মৃত সমর্থকদের দেহ নিয়ে মিছিল চলল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও উঠল। কিন্তু প্রশাসন আগে থেকে কড়া ব্যবস্থা নেওয়ায় ২৪ ঘণ্টা আগের সেই ভয়াবহ স্মৃতি ফিরল না পাহাড়ে। পরিস্থিতি সামলাতে সকাল থেকে পাহাড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রবিবার হাজার হাজার মোর্চা কর্মীর জমায়েতে সরগরম হয়ে উঠল চকবাজার। তবে এ দিন পাহাড়ে কোথাও অশান্তির খবর মেলেনি।
আরও পড়ুন: দোকান বন্ধ, গাড়ি নেই, রাস্তা শুনশান, মোর্চার বন্ধে ব্যাপক সাড়া ডুয়ার্সে
এ দিন ঘুম, বিজনবাড়ি, কার্শিয়াং, সোনাদা এবং আরও কয়েকটি জায়গা থেকে মিছিল আসতে শুরু করে। সবক’টি মিছিলই বেলা ১টা নাগাদ চকবাজারে গিয়ে জড়ো হয়। সেখানেই কয়েক হাজার মোর্চা সমর্থক গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। চকবাজারে সকাল থেকেই প্রচুর পুলিশ এবং সেনা মোতায়েন ছিল। শনিবারের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশেপাশের সমস্ত অলিগলিতেও পুলিশ মোতায়েন ছিল।
দেখুন ভিডিও:
এ দিন সকাল থেকে পাহাড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। জিও-র তরফে এক বিবৃতিতে জানানো হয়, রাজ্য সরকার আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বলেছে। গ্রাহকদের অসুবিধার জন্য তারা দুঃখিত। তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিষয়ে রাজ্য সরকারের পক্ষে এখনও কিছু জানানো হয়নি।