Presidency University

প্রেসিডেন্সিতে ফি-বৃদ্ধির প্রতিবাদ, উপাচার্য ঘেরাও

মিটিংয়ে কমিটির সদস্যদের সঙ্গে তাঁকেও থাকতে হবে। কিন্তু অন্তর্বর্তী উপাচার্য এতে একমত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একতলার বারান্দায় ঘেরাও করা হয় তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ০৯:২২
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তীকে বুধবার ঘেরাও করল এসএফআই। ঘেরাও বেশি রাত অবধি চলছে। আগে বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনটনের কথা পড়ুয়াদের জানিয়ে চলতি শিক্ষাবর্ষে প্রেসিডেন্সিতে ভর্তি হওয়া পড়ুয়াদের ফি-বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এর বিরোধিতায় কয়েক দিন অবস্থান চালাচ্ছে এসএফআই। এ দিন অন্তর্বর্তী উপাচার্যকে সামনে পেয়ে অবস্থানকারীরা দাবি তোলেন, ফি-বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট কমিটির থেকে দ্রুত সুপারিশ চাই। অন্তর্বর্তী উপাচাৰ্যকে ওই কমিটির মিটিং দ্রুত করার লিখিত আশ্বাস দিতে হবে। মিটিংয়ে কমিটির সদস্যদের সঙ্গে তাঁকেও থাকতে হবে। কিন্তু অন্তর্বর্তী উপাচার্য এতে একমত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একতলার বারান্দায় ঘেরাও করা হয় তাঁকে। সঙ্গে রয়েছেন রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার-সহ বেশ কয়েক জন আধিকারিক। রেজিস্ট্রার রাতে বলেন, “উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষাবিদকে নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। তাঁরা যখন তাঁদের মতামত জানাবেন, তার ওপর ভিত্তি করেই তিনি পদক্ষেপ করবেন। তাড়াহুড়ো করা সম্ভব নয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement