ছবি: জয়রাজ ভট্টাচার্যের ফেসুবক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্যকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার সরব হল নাট্যজগৎ এবং এপিডিআর। কামদুনি-ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে একটি মিছিলে আইনভঙ্গের মামলায় শুনানি চলাকালীন আদালতে হাজিরা না দেওয়ায় শুক্রবার জয়রাজকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আদালত তাঁকে জামিন দেয়।
অ্যাকাডেমির সামনে রাণুছায়া মঞ্চে এ দিনের জমায়েতে নাট্যকর্মী এবং মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, আদালতে অভিযুক্তের গরহাজিরার জন্য পুলিশ সচরাচর গ্রেফতার করে না। কিন্তু জয়রাজ সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী আন্দোলনে নেমে ওই বিষয়গুলির বিরোধিতায় তৃণমূলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন। তাই তাঁকে হেনস্থা করতে গ্রেফতার করা হয়েছে। সমাবেশে জয়রাজ বলেন, ‘‘ভয় দেখিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।’’