Forward Block

বাজার-দর নিয়ে ফ ব-র বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত ভ্রান্ত নীতির প্রতিবাদে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নামল ফরওয়ার্ড ব্লক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০০:১০
Share:
কোলে মার্কেটের সামনে ফরওয়ার্ড ব্লকের অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র।

কোলে মার্কেটের সামনে ফরওয়ার্ড ব্লকের অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র।

আলু, পেঁয়াজ-সহ আনাজ এবং আরও নানা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত ভ্রান্ত নীতির প্রতিবাদে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নামল ফরওয়ার্ড ব্লক। কোলে মার্কেটে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে বুধবার ফ ব-র অবস্থান বিক্ষোভে ছিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, গোবিন্দ রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাঁরা হঁশিয়ারি দিয়েছেন, অবস্থার পরিবর্তন না হলে কালীপুজোর পরে সব বাজারে অবস্থান-বিক্ষোভ হবে। হিমঘর থেকে জমে থাকা আলু বাজারে আনা এবং রেশনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের দাবিও তোলা হয়েছে এ দিনের অবস্থানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement