অ্যান্ড্রয়েড বাজারে ছেয়ে থাকলেও, অ্যাপল কী করছে তা নিয়ে বহু মানুষের আগ্রহ থাকেই। ৪ ইঞ্চি থেকে এগিয়ে অ্যাপেল নিয়ে এসেছিল ৪.৭ ইঞ্চির আইফোন ৬ ও ৫.৫ ইঞ্চির ৬ প্লাস। তবে নতুন বছরের জন্য অ্যাপেল কিছু করছে না তা নয়। আইফোন ৭ কেমন হতে চলেছে তা নিয়ে চর্চা থেমে নেই।
তবে আইফোন ৭ বাজারে আসার আগে একধাপ পিছিয়ে ৪ ইঞ্চি ডিসপ্লের ফোন বের করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, বাজারে বাজেট স্মার্ট ফোনের চাহিদা রয়েছে। সে দিকে লক্ষ্য রেখে আগামী বছরের শুরুর দিকেই বাজারে আসতে পারে অ্যাপলের চার ইঞ্চির ফোন।
• এতে থাকবে মেটাল কেসিং। এ৯ চিপসেট।
• কিন্তু আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ৬এস ও ৬এস প্লাসের মতো থ্রিডি টাচ ডিসপ্লে থাকবে না।
তবে গ্রাহকদের খুশি করতে আমূল পরিবর্তন নিয়ে বাজারে আসছে আইফোন সেভেন।
• এতে থ্রিডি টাচ স্ক্রিন-সহ থাকবে নানা সুবিধা। বিশ্লেষকেরা বলছেন, নতুন ডিজাইনের সঙ্গে স্বাভাবিক হোম বাটনের পরিবর্তে থ্রিডি টাচ স্ক্রিন নিয়ে আসছে আইফোন সেভেন।
• আইফোন ৬ প্লাস ও ৬ থেকে আইফোন ৭ সম্পূর্ণ আলাদা ডিজাইনের হবে।
• ৬ প্লাস ও ৬-এর চেয়ে আইফোন সেভেনের ব্যাটারির স্থায়িত্ব হবে দ্বিগুণ।
• থ্রিডি টাচ স্ক্রিনের আইফোন সেভেন হবে খুবই পাতলা। যার নাম দেয়া হচ্ছে ‘সুপারথিন’।
কিন্তু আইফোন ৭ হাতে পেতে অপেক্ষা করতে হবে।