মানবী বন্দ্যোপাধ্যায়
অধ্যক্ষকে সরানোর দাবিতে আবারও কর্মবিরতি পালন করল কৃষ্ণনগর উইমেন্স কলেজের শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার তাঁরা কলেজে এলেও কোনও ক্লাস করালেন না। প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে থাকলেন কলেজের বারান্দায়।
অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়কে সরানোর দাবিতে এর আগেও কর্মবিরতি পালন করেছেন এই কলেজের শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের উপর মানসিক নির্যাতন চালানোর অভিযোগ তুলে বার বারই অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এই দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন কৃষ্ণনগর উইমেন্স কলেজের শিক্ষক-শিক্ষিকারা।
জানা গিয়েছে, এই দিনগুলিতে তাঁরা ক্লাস নিলেও টিচার্স রুমে না বসে বারান্দায় বসেন। তবে এর আগেও দু’দিন তারা একই ভাবে ক্লাস না নিয়ে কর্মবিরতি পালন করেছেন।
সূত্রের খবর, শিক্ষকদের দাবি মানা না হলে আগামী দিনেও তাঁরা একই পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। এ দিন আন্দোলন-রত শিক্ষক সুদর্শন বর্ধণ বলেন, “যত দিন না অধ্যক্ষকে সরানো হচ্ছে, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব।”
কেন এই অসন্তোষ? এর উত্তরে শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, কলেজে তাঁদেরকে নানা ভাবে অপমানিত করা হচ্ছে। অতীতে টিচার্স রুমে অধ্যক্ষের নির্দেশে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলেও তাঁদের অভিযোগ। অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখে কর্মবিরতি পালন করলেও পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে কলেজের বাইরে বারান্দায় কিংবা মাঠে বসেও ক্লাস করিয়েছেন।
এই বিষয়ে অধ্যক্ষের মতামত জানতে চেয়ে বার বার তাঁর মোবাইলে ফোন করা হলেও মানবী রাত পর্যন্ত ফোন ধরেননি।