অস্ত্র নিয়ে মিছিল নয়, কড়া মুখ্যমন্ত্রী

শনিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অস্ত্র নিয়ে মিছিল বেআইনি। এই ধরনের মিছিলের কোনও ভাবেই অনুমতি দেওয়া হবে না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না বলে বিজেপি তথা সঙ্ঘ পরিবারকে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

৩০ সেপ্টেম্বর, দুর্গাপুজোর দশমীর দিন বিশ্ব হিন্দু পরিষদ অস্ত্র নিয়ে মিছিল করতে পারে বলে রাজ্য প্রশাসনের কাছে খবর। মুখ্যমন্ত্রী আগেই অস্ত্র নিয়ে মিছিল নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন। শনিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অস্ত্র নিয়ে মিছিল বেআইনি। এই ধরনের মিছিলের কোনও ভাবেই অনুমতি দেওয়া হবে না।’’ তাঁর স্পষ্ট কথা, ‘‘অস্ত্র নিয়ে মিছিল করা যে হেতু বেআইনি, তাই কঠোর ভাবে এর মোকাবিলা করা হবে।’’

মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ জানান, যে কোনও মিছিল করতে গেলে পুলিশের অনুমতি লাগে। অস্ত্র নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হবে না। তা সত্ত্বেও যদি কেউ করে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন:মহরমের দিন বন্ধই বিসর্জন

মমতার হুঁশিয়ারির জবাব দিয়েছে বিজেপি ও তার সহযোগী সংগঠন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী অস্ত্র মিছিলের অনুমতি নেই বলছেন। কিন্তু অস্ত্র মিছিলের অনুমতি তো কেউ চায়নি!’’ তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘যারা অনুমতি ছাড়াই অস্ত্র মিছিল করবে, তাদের আটকাতে পারবেন?’’ বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘বিজয়া দশমীতে শস্ত্র মিছিল বা শোভাযাত্রা করব, এমন কখনও বলিনি! তাই অনুমতিও চাইনি। আমরা হিন্দুধর্মের রীতি মেনে ‘শস্ত্র’ পূজা করব। সেটা খোলা রাস্তায় হবে না। হবে কোনও বাড়ি বা মন্দিরে।’’ তাঁরও প্রশ্ন, ‘‘দশমীর পরের দিন একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যে অস্ত্র নিয়ে মিছিল করবেন, তাঁদের আটকাতে পারবেন তো মুখ্যমন্ত্রী?’’

কিন্তু সাম্প্রতিক কালে রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে এ রাজ্যে সঙ্ঘ পরিবারের অস্ত্র-মিছিলকে ঘিরে বির্তক হয়েছে। তাই দশমীর দিন অস্ত্র নিয়ে মিছিলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নবান্নের কর্তারা। সেই কারণেই পুলিশ-প্রশাসনকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, এই ধরনের কোনও মিছিলের অনুমতি যেন না দেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, ‘‘অস্ত্র নিয়ে কেন মিছিল করবে? অস্ত্র নিয়ে মিছিল করা তো বেআইনি। অস্ত্র যারা রাখতে পারে, তাদের লাইসেন্স রাখতে হয়।’’ এর আগে প্রশাসনিক বৈঠকের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, মা দুর্গার হাতে অস্ত্র রয়েছে। তা হলে আর কীসের অস্ত্র মিছিল! এ দিন তিনি বলেন, ‘‘মা দুর্গা নিজেই তো অস্ত্র দিয়ে অসুরকে বধ করেছেন। বিজেপি অস্ত্র নিয়ে মিছিল করতে নেমে কাকে বধ করতে যাবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement