বানভাসি কাজিরাঙা। ছবি: পিটিআই।
অসমে চলছে বন্যা। কাজিরাঙা থেকে প্রাণীদের বেরিয়ে আসা, একটু ডাঙার খোঁজ দিশেহারা সাঁতারের ছবি এখন নেটে ভাইরাল। সেই ছবি দেখে ব্যথিত চার বছর আগে কাজিরাঙা ঘুরে যাওয়া ব্রিটেনের রাজকুমার তথা ডিউক অব কেমব্রিজ যুবরাজ উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন। তাই কেনসিংটন প্রাসাদ থেকে কাজিরাঙার উদ্যান অধিকর্তা পি শিবকুমারের কাছে চিঠি পাঠিয়ে দুঃখপ্রকাশ করলেন উইলিয়াম ও ক্যাথরিন।
রাজকুমার উইলিয়াম লিখেছেন যে, “এক টানা বৃষ্টির ফলে প্লাবিত কাজিরাঙার বন্য জীবজন্তুর দুর্দশার ছবি হৃদয়বিদারক। এতগুলি গন্ডার-সহ শতাধিক পশুর মৃত্যু খুবই দুঃখজনক। ২০১৬ সালের এপ্রিলে আমাদের কাজিরাঙা সফর ছিল সবচেয়ে সুখের স্মৃতি। কাজিরাঙার কর্মীরা কতটা নিষ্ঠা ও আন্তরিকতায় পশুদের রক্ষা করেন তা জানি। তাই এই পরিস্থিতিতে প্রাণীদের উদ্ধার করা ও অরণ্যকে ক্ষতি থেকে রক্ষা করা তাঁদের কাছে কতটা কষ্টসাধ্য সেটা বুঝতে পারছি। ” এ দিকে কাজিরাঙার বান্দরডুবি এলাকায় জাতীয় সড়কে আশ্রয় নেওয়া ক্লান্ত গন্ডারটি পাঁচ দিনের শুশ্রূষায় খানিক বল ফিরে পেয়ে জঙ্গলের দিকে গিয়েছিল। তাকে খাবার ও ওষুধ দেওয়া চলছিল। বলও ফিরে পাচ্ছিল সে। কিন্তু আজ সকালে দুসুতি বনশিবিরের কাছে দেওপানি নদীর পারে তার মৃত্যু হয়।