জেলার নেতারা জেলে,তত্ত্ব শোনাতে কারাটেরা

এই পরিস্থিতির মধ্যে আজ, বুধবার কলকাতায় দলের নেতা-কর্মীদের মুখোমুখি হচ্ছেন প্রকাশ কারাট। প্রাক্তন সাধারণ সম্পাদকের পাশাপাশি একই আসরে ভিন্ন সময়ে হাজির থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১১
Share:

ফাইল চিত্র।

কংগ্রেসের সমর্থন নিয়ে রাজ্যসভায় ফের সীতারাম ইয়েচুরিকে পাঠাতে অস্বীকার করেছে দল। সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দেবের জবাবদিহি চেয়েছে পলিটব্যুরো। গৌতমবাবু নাম না করে যাঁর দিকে আঙুল তুলেছিলেন, বহিষ্কারের আগে তাঁর নাম করেই প্রকাশ্যে তোপ দেগেছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যে আজ, বুধবার কলকাতায় দলের নেতা-কর্মীদের মুখোমুখি হচ্ছেন প্রকাশ কারাট। প্রাক্তন সাধারণ সম্পাদকের পাশাপাশি একই আসরে ভিন্ন সময়ে হাজির থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও।

Advertisement

কার্ল মার্কসের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে প্রমোদ দাশগুপ্ত ভবনে তিন দিনে মোট ৮টি আলোচনা-পর্বের আয়োজন করেছে সিপিএম। দলের রাজ্য কমিটির সদস্য, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এবং গণসংগঠনের নেতৃত্ব ওই আলোচনায় শ্রোতা হিসাবে থাকছেন। চাইলে তাঁরা আলোচকদের প্রশ্নও করতে পারবেন। আলোচনার বিষয়বস্তু অবশ্য সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উপরে নয়। সবই মার্কসের তত্ত্বের নানা বিশ্লেষণ সংক্রান্ত। মাকর্স ও নভেম্বর বিপ্লব নিয়ে দু’টি আলোচনায় আজ বক্তা কারাট ও ইয়েচুরি। আলোচনার এই পর্ব শুরু হয়েছে মঙ্গলবারই।

সিপিএমের একাংশ অবশ্য এমন আয়োজনের কার্যকারিতা নিয়েই সন্দিহান। দলের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ‘‘আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে সাজানো মামলায় গ্রেফতার করা হয়েছে। খালাস পেয়ে যাওয়া অন্য একটি মামলায় আবার সিআইডি তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছে। সেই ঘটনা নিয়ে কেন্দ্রীয় প্রতিবাদে নামলে ভাল হতো।’’ সাম্প্রতিক ঘটনায় প্রতিবাদের বদলে রুদ্ধকক্ষে তাত্ত্বিক আলোচনায় উৎসাহ পাচ্ছেন না দলের অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement