Police pro active on ramnavami

রাম নবমীর মিছিলে ড্রোনে নজরদারি

পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, রাম নবমীতে নতুন কোনও শোভাযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৮:২১
Share:
লালবাজার।

লালবাজার। —ফাইল চিত্র।

রাম নবমীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রার উপরে আকাশপথে নজরদারি করতে চায় পুলিশ। প্রশাসনের খবর, এই নজরদারির জন্য থানাগুলিকে ড্রোন জোগাড় করতে বলা হয়েছে। মূলত বিভিন্ন স্পর্শকাতর এলাকা এবং ধর্মীয় স্থানের উপরেই নজরদারি করা হবে। এর আগে বিভিন্ন শোভাযাত্রার ঘোষিত পথে এবং ধর্মীয় স্থানের চারপাশে সিসি ক্যামেরার নজরদারির নির্দেশও দিয়েছে রাজ্য এবং কলকাতা পুলিশ। ইতিমধ্যেই লালবাজার জানিয়েছে, রাম নবমী উপলক্ষে শহরের বিভিন্ন ধর্মীয় স্থান কিংবা রাস্তায় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি থানার পুলিশ আধিকারিকদের ওই শোভাযাত্রার ডিউটি করার সময় বডি ক্যামেরা ব্যবহার করার জন্য বলা হয়েছে।

Advertisement

পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, রাম নবমীতে নতুন কোনও শোভাযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না। গত বছর যারা যে পথে শোভাযাত্রা করেছে এবারও তাদের সেই পথেই শোভাযাত্রা করতে বলা হয়েছে। পাশাপাশি রাম নবমীর শোভাযাত্রা নিয়ে আদালতের নির্দেশও উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনা রাজ্যে আগে ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কয়েকটি ঘটনার তদন্তভার এনআইএ-র হাতেও গিয়েছে। সূত্রের খবর, উৎসবকে কেন্দ্র করে গোলমাল পাকানোর আশঙ্কা করছে প্রশাসন। তাই এ বার পুলিশ আগেভাগে অতি সতর্ক। মিছিলের উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে সংশ্লিষ্ট থানাগুলি। হাওড়ার শ্যামপুরে গুজব এবং উস্কানি ছড়িয়ে গোলমাল পাকানোর চেষ্টায় পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করে
ব্যবস্থা নিয়েছে।

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, জেলা পুলিশ এবং কমিশনারেটের পদস্থ অফিসারদের শোভাযাত্রার সম্ভাব্য পথে ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে নবান্ন। উল্লেখ্য, ইতিমধ্যেই কলকাতার নগরপাল মনোজ বর্মা-সহ পদস্থ কর্তারা পরিদর্শন করেছেন। জেলা এবং অন্যান্য কমিশনারেটেও পুলিশকর্তারা পরিদর্শন করছেন। বুধবার থেকে এক সপ্তাহের জন্য রাজ্য পুলিশের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সূত্রের দাবি, রাম নবমীতে অতিরিক্ত বাহিনী পথে নামানোর পরিকল্পনা হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

রাজ্যের এক পুলিশকর্তা জানান, রাম নবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ। আইন অনুযায়ী, বিকট, কানফাটানো শব্দের সাউন্ডবক্স নিষিদ্ধ। কোনও আপত্তিকর বা উস্কানিমূলক গানও যাতে শোভাযাত্রায় না বাজানো হয়, সে ব্যাপারে থানাগুলিকে আগেভাগে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। কোনও শোভাযাত্রা তার নির্দিষ্ট পথ পরিবর্তন করলে আইন মেনে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement