SN Banerjee Road

ছাত্র পরিষদের অভিযানে লাঠি

লেনিন সরণির মুখে ব্যারিকেড ভেঙে এস এন ব্যানার্জি রোডে তাঁরা পৌঁছে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০২:১১
Share:

ছাত্র পরিষদের বিধানসভা অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। —নিজস্ব চিত্র।

ছাত্র পরিষদের বিধানসভা অভিযানকে ঘিরে ধুন্ধুমার বাধল। লাঠি চালাল পুলিশ। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সরকারি প্রতিষ্ঠানে সব শূন্য পদে নিয়োগ এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে বুধবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল নিয়ে এগোতে চেষ্টা করেন ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। লেনিন সরণির মুখে ব্যারিকেড ভেঙে এস এন ব্যানার্জি রোডে তাঁরা পৌঁছে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। ছাত্র পরিষদের সভাপতি সৌবরভ প্রসাদ-সহ কয়েক জন আহত হন পুলিশেল লাঠিতে। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি নীরজ কুন্দন, বাংলায় সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক রোশনলাল বিট্টু এবং দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন পাল-সহ ১১০ জনকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement